ঢাকা: এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল-২০১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ড্র মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশের খুদে নারী ফুটবলাররা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, ইরান, চাইনিজ তাইপে ও সিঙ্গাপুরকে।
২৪টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে ড্র অনুষ্ঠিত হয়। ড্র’তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েরা ‘সি’ গ্রুপে রয়েছে।
‘সি’ গ্রুপের সব ম্যাচই বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ফলে, স্বাগতিক হিসেবেই মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। আর আয়োজক হওয়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা। আগামী ২৭ আগস্ট ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে মূলপর্বে ওঠার মিশন শুরু করবে টাইগ্রেসরা।
‘এ’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, মায়ানমার, জর্ডান, গুয়াম, লাওস ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে কোরিয়া রিপাবলিক, ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া, নর্দান মারিয়ানা আইল্যান্ডস ও লেবানন। আর ‘ডি’ গ্রুপে রয়েছে উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, হংকং, ফিলিস্তিন ও ইরাক।
চলতি বছরের ২৭ আগস্ট থেকে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। ২০১৭ সালে মূলপর্ব অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। ‘এ’ গ্রুপে থাকা থাইল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপের রানার্স আপ দলটি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
চার গ্রুপের চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে খেলবে। এছাড়া গত আসরের চূড়ান্ত পর্বের চার সেমি ফাইনালিস্ট উত্তর কোরিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে।
‘এ’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। ‘বি’ গ্রুপের ম্যাচ হবে কোরিয়ায়। ‘সি’ গ্রুপের স্বাগিতক দেশ বাংলাদেশ আর ‘ডি’ গ্রুপের ম্যাচ হবে ভিয়েতনামে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২০ মে ২০১৬
এমআর