ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শতবার্ষিক কোপা আমেরিকার সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ৩, ২০১৬
শতবার্ষিক কোপা আমেরিকার সূচি ছবি: সংগৃহীত

ঢাকা: এক বছরের বিরতীতে আবারো কোপা আমেরিকা! বিশ্ব ফুটবলের প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্টটির শতবর্ষ পূর্তিতে এর বিশেষ আসর বসছে যুক্তরাষ্ট্রে। এ প্রথম দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশ আয়োজক ভূমিকায়।

এটি কোপার ৪৫তম আসর।

গত বছর চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মাতে চিলিয়ানরা। বছর ঘুরে আবারো মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এ টুর্নামেন্ট। শুধু তাই নয়, একই মাসে দু’টি মেগা ইভেন্ট উপভোগের সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। ১০ জুন ফ্রান্সে ১৫তম উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর্দা উঠবে।

শনিবার (৪ জুন) স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে কোপার শতবার্ষিক আসর মাঠে গড়াবে। ফাইনাল ২৭ জুন।

দু’টি কনফেডারেশন থেকে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ১০টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘এ’: যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা, প্যারাগুয়ে।

গ্রুপ ‘বি’: ব্রাজিল, ইকুয়েডর, হাইতি, পেরু।

গ্রুপ ‘সি’: মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা, ভেনেজুয়েলা।

গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, চিলি, পানামা, বলিভিয়া।

পাঠকদের জন্য গ্রুপ পর্বের বিস্তারিত সূচি তুলে ধরা হলো:

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।