ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুন ৫, ২০১৬
প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর ছবি:সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ টুর্নামেন্টের শুরুটা ভালো হলো না শক্তিশালী ব্রাজিলের। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে দুঙ্গার শিষ্যরা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোস বোলে গ্রুপ ‘বি’ থেকে মুখোমুখি হয় ব্রাজিল ও ইকুয়েডর। তবে পুরো ম্যাচে শত চেষ্টা করেও কোন গোলের দেখা পায়নি উইলিয়ান-আলভেজরা। পরে নির্ধারিত সময় শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সেলেকাওরা।

কোপার এবারের আসরে খেলছেন না ব্রাজিল দলের সেরা তারকা নেইমার। তিনি ঘরের মাঠে রিও অলিম্পিকে অংশগ্রহন করবেন।

গ্রুপ ‘বি’র অন্য ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান করছে পেরু। এছাড়া গ্রুপ ‘এ’ থেকে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে প্যারাগুয়ে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ০৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।