ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৭-১ গোলে জয় ব্রাজিলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুন ৯, ২০১৬
৭-১ গোলে জয় ব্রাজিলের

ঢাকা: প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্রয়ে শুরুটা হতাশাজনক ছিল ব্রাজিলের। তবে দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল হাইতিকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে পূর্ণ পয়েন্টের স্বাদ পেলো কালোর্স দুঙ্গার শিষ্যরা।

কোপা আমেরিকার ১১তম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে কুতিনহোর হ্যাট্রিকে ভর করে হাইতির বিপক্ষে ৭-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। আর এ পরাজয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার চলমান আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিলো হাইতি।

ম্যাচের ১৪ মিনিটে হাইতির জালে প্রথম বল পাঠিয়ে ‘গোলের’ ম্যাচ শুরু করেন কুতিনহো। এরপর ২৯ ও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলের মাধ্যমে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি।

কুতিনহোর দ্বিতীয় গোলের পর তার সঙ্গে সামিল হন রিনাতো অগাস্তো। ৩৫ ও ৮৬ মিনিটে হাইতির জালে দুইবার বল জড়ান চীনের ক্লাব বেইজিং গুয়ানের এ মিডফিল্ডার। এছাড়া গ্যাব্রিয়াল (৫৯ মিনিটি) ও লুকাস লিমা (৬৭ মিনিট) একটি করে গোল করেন।

হাইতির পক্ষে একমাত্র গোলটি পরিশোধ করেন মারসিলিন, ৭০ মিনিটে।

২০১৪ সালের ৮ জুলাই ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ান জার্মানির কাছে ৭-১ গোলে হারে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জুন ০৯ ,২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।