ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারত সফরে জিনেদিন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ১০, ২০১৬
ভারত সফরে জিনেদিন জিদান

ঢাকা: দুই দিনের ঝটিকা সফরে ভারতে এসেছেন এবারের মৌসুমে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া রিয়াল মাদ্রিদকে টেনে তুলে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাইয়ে দেওয়া ফ্রেঞ্চ কিংবদন্তি জিনেদিন জিদান।

১৯৯৮ বিশ্বকাপ জয়ী তারকা ভারতের মুম্বাইয়ে পা রাখেন।

এয়ারপোর্টে নামার পরেই তাকে দেখতে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা। ফুটবলীয় কোনো কাজে তিনি এশিয়ার এই দেশ সফরে আসেননি।

মুম্বাইয়ের একটি রিয়েল এস্টেট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ায় জিদান কোম্পানিটির নিজস্ব কাজে ভারত সফরে আসেন। বিশ্বকাপ জয়ী এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলার মুম্বাইতে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের একটি প্রোজেক্টে অংশ নেবেন। জানা যায়, এই প্রোজেক্টির নাম দেয়া হয়েছে ‘কানাকিয়া প্যারিস’।

খেলোয়াড় থাকা অবস্থায় এবং কোচিং ক্যারিয়ারে দুই অবস্থাতেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পাওয়া এই তারকা ভারত সফরে তার স্ত্রী ভেরোনিক জিদানকেও সঙ্গে নিয়েছেন। শুক্রবার (১০ জুন) রিয়েল এস্টেট গ্রুপের একটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন জিদান।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।