ঢাকা: ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এবার পালা কোয়ার্টার ফাইনাল বা শেষ আটের লড়াই।
আগামী শুক্রবার (১৭ জুন) শুরু হচ্ছে শেষ আটের লড়াই। প্রতিটি ম্যাচই বিকেল পৌনে ৪টায় শুরু হবে।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে ‘সি’ গ্রুপ রানার আপ শেখ জামাল।
শনিবার (১৮ জুন) দ্বিতীয় ম্যাচে একই সময় ও একই ভেন্যুতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপ রানারআপ রহমতগঞ্জ।
রোববার (১৯ জুন) তৃতীয় কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্রুপ রানার আপ ঢাকা আবাহনী লড়বে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
আর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সোমবার (২০ জুন) ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন টিম বিজেএমসির বিপক্ষে মাঠে নামবে ‘বি’ গ্রুপ রানার আপ মুক্তিযোদ্ধা সংসদ।
একদিন বিরতির পর ২২ ও ২৩ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জুন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এইচএল/জেডএস