ঢাকা: ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের ভূমিকায় অফিসিয়ালি নিয়োগ পেলেন লিওনার্দো আরনাদো বাক্কি, যিনি তিতে নামেই বেশি পরিচিত বিশ্ব ফুটবলে। প্রায় নিশ্চিত হয়ে থাকা ব্যাপারটি সোমবার (২০ জুন) এক ঘোষণার মাধ্যমে জানায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
এর আগে গত সপ্তাহে কোচের পদ থেকে বহিষ্কার করা হয় কার্লোস দুঙ্গাকে। ১৯৮৭ সালের পর প্রথমবার কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকে ব্রাজিলের বিদায় হলে দুঙ্গাকে সরিয়ে দেয় দেশটির ফুটবল সংস্থা। ২০১৫ সালের কোপা আসরে দুঙ্গার অধীনেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সেলেকাওরা।
দুঙ্গা ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিলের প্রথম মেয়াদের কোচ ছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে লুইজ ফিলিপ স্কলারির অধীনে সেমিফাইনালে জার্মানের বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ায় আবার কোচের পদে ফিরে আসেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
দ্বিতীয় মেয়াদে এসে দুঙ্গার অধীনে ব্রাজিল টানা ১৩ ম্যাচে জয় লাভ করে। তবে প্রতিযোগিতামূলক ১৩টি ম্যাচে মাত্র চার জয় পায় হলুদ জার্সিধারীরা।
এদিকে ব্রাজিলের ঘরোয়া ক্লাবের কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে তিতের। সম্প্রতি দেশটির ক্লাব কোরিয়ান্থাসকে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন করেন তিনি। এছাড়া তার অধীনে সাও পাওলোর দল কোপা লিবার্টিস ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতে।
ব্রাজিলের কোচ হওয়া প্রসঙ্গে তিতে জানান, ‘আমি ক্লাব ছেড়ে চলে যাচ্ছি। তবে আমার দিকে এখন ২০০ মিলিয়ন সমর্থক তাকিয়ে থাকবে। আমি আমার নতুন কাজ নিয়ে কিছুটা সতর্ক। তবে দলের হয়ে ভালো করতে আমি প্রস্তুত। ’
কোপা আমেরিকা শেষে ঘরের মাঠে রিও অলিম্পিকে ব্রাজিল কোচের দায়িত্বে থাকার কথা ছিলো দুঙ্গার। তবে বহিষ্কার হওয়ায় দেশটির অনূর্ধ্ব-২০ দলের কোচ রোজারিও মিকালে দেশটির প্রথম অলিম্পিক স্বর্ণ এনে দিতে কাজ করবেন।
তিতে ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করবেন আগামী সেপ্টেম্বরে। তখন ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় অংশগ্রহণ করবে দলটি। ব্রাজিল ল্যাটিন আমেরিকা অঞ্চলে ১০ দলের মধ্যে ছয় নম্বরে অবস্থান করছে। ছয় ম্যাচের তারা মাত্র দুটিতে জয় পেয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২১ জুন, ২০১৬
এমএমএস