ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২৫ মিনিটেই ফাইনাল শেষ রোনালদোর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
২৫ মিনিটেই ফাইনাল শেষ রোনালদোর মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে ইনজুরি আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে

ঢাকা: মাত্র ২৫ মিনিটেই তার ফাইনাল শেষ! এমন কি হওয়ার কথা ছিল, কত আশাই না তাকে নিয়ে ছিল পর্তুগিজদের। কিন্তু সব কিছুতে গুড়ে বালি।

লাখো-লাখো দর্শককে হতাশায় ডুবিয়ে পায়ের ইনজুরির জন্য মাঠের বাইরে চলে যেতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেই সঙ্গে স্বপ্নের ফাইনালে যাকে ঘিরে শিরোপা প্রত্যাশা সেই মানুষই আর রইলেন না মাঠে।

আরও পড়ুন- অশ্রুসিক্ত রোনালদোর বিদায় দৃশ্য

বদলি হিসেবে পর্তুগাল রিকারদো কুয়ারেসমাকে মাঠে নামিয়েছে।

রোববার (১০ জুলাই) দিনগত রাতে ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে পা রেখেই প্রথম খেলোয়াড় হিসেবে ১২ বছরে দু’টি ইউরোর ফাইনাল খেলার কীর্তি গড়েন রোনালদো। তবে ফাইনালের মঞ্চে একটি গোলের আক্ষেপ থেকেই গেলো তার। এটি করতে পারলেই মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ড টপকে যেতেন এই তারকা। এছাড়া সর্বপরি তাকে ছাড়া তো দল ডুবলো হতাশাতেই। দুর্বল হয়ে পড়লো ভারসাম্য।

***এডারের গোলে শিরোপার হাতছানি পর্তুগালের
***
নিস্প্রভ ফরাসি তারকা গ্রিজম্যান
***
অতিরিক্ত সময়ের খেলায় ফ্রান্স-পর্তুগাল
***
অশ্রুসিক্ত রোনালদোর বিদায় দৃশ্য
***
ইউরো ফাইনালের দর্শক হলো পোকারাও!
***
মাঠে নেই রোনালদো, প্রথমার্ধ গোলশূন্য
***
২৫ মিনিটেই ফাইনাল শেষ রোনালদোর
***
প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই চলছে
***
প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই শুরু
***
ইউরোর ফাইনালে ফ্রান্স-পর্তুগাল একাদশ

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমজেএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।