ঢাকা: ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হাজারো দর্শকের পাশাপাশি দর্শক হিসেবে ছিল পোকারাও। তাদের সংখ্যাও কিন্তু মানুষের তুলনায় কম নয়।
এই পোকা জামায় ঢুকেছে মাঠের সাইড লাইনে দাঁড়ানো পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসেরও। তবে শেষ পর্যন্ত আয়োজকদের দ্রুত ব্যবস্থায় দমন করা গেছে পোকা। এ জন্য স্প্রেসহ ব্যবহার করা হয়েছে বেলচা।
রোববার (১০ জুলাই) দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট ডেনিসে ন্যাশনাল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হয় পর্তুগাল।
স্টেডিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ফ্লাড-লাইটের আলোর কারণে পোকার উদ্ভব হয়েছে। তবে এগুলো দূর করা কোনো ব্যাপার নয়, এ জন্য বেশি সময়ও লাগেনি। আর ঠিক সময়েই খেলা শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
আইএ/এমজেএফ