ঢাকা: বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আসে স্বাগতিক ফ্রান্স। ফ্রান্সের হয়ে দুটি গোলই করেন অঁতোয়ান গ্রিজমান।
এতে চিন্তার ভাঁজ ফ্রান্স ভক্তদের কপালে। তাদের বড় তারকাই আজ নিস্প্রভ। সেই সঙ্গে খেলার প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে দুটি হেড করে গোলের সুযোগ হারান সাত নম্বর জার্সিধারী।
বুট জেতার দৌড়ে সবার আগে গ্রিজম্যান। টুর্নামেন্টে তার গোল সংখ্যা সবচেয়ে বেশি ছয়টি।
রোববার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট ডেনিসে ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায়।
***এডারের গোলে শিরোপার হাতছানি পর্তুগালের
***নিস্প্রভ ফরাসি তারকা গ্রিজম্যান
***অতিরিক্ত সময়ের খেলায় ফ্রান্স-পর্তুগাল
***অশ্রুসিক্ত রোনালদোর বিদায় দৃশ্য
***ইউরো ফাইনালের দর্শক হলো পোকারাও!
***মাঠে নেই রোনালদো, প্রথমার্ধ গোলশূন্য
***২৫ মিনিটেই ফাইনাল শেষ রোনালদোর
***প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই চলছে
***প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই শুরু
***ইউরোর ফাইনালে ফ্রান্স-পর্তুগাল একাদশ
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমজেএফ/আইএ