ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর হাতে ব্যালন ডি অর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
রোনালদোর হাতে ব্যালন ডি অর

ঢাকা: চ্যাম্পিয়নস লিগ জিতে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুমই কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে পর্তুগালকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া রিয়াল মাদ্রিদের এই তারকার সামনে আরেকটি ব্যালন ডি অর পুরস্কার জেতার হাতছানি।

ক্লাব ও দেশের জার্সি গায়ে দুটি মেজর শিরোপা পর্তুগিজ তারকাকে চতুর্থবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি এনে দেবে বলে বিশ্বাস করেন ফ্রান্সের নতুন নায়ক পল পগবা।

ইউরো মিশনে পগবার দেশ ফ্রান্স রোনালদোর পর্তুগালের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করে। ব্যর্থ হলেও ২০১৬ ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড জিততে পগবার হাতে ব্যালন ডি অর উঠতে পারে, এমন আলোচনাও কম হচ্ছে না। তবে, রোনালদোর হাতেই ব্যালন ডি অর উঠবে বলে মনে করেন জুভেন্টাসের এই ফরাসি তারকা।

মেসি-রোনালদোর পাশাপাশি নিজের দেশের তারকা স্ট্রাইকার গ্রিজম্যানের প্রসঙ্গ টেনে পগবা জানান, ‘আপনার হাতে লিওনেল মেসি আছে, ক্রিস্টিয়ানো রোনালদো আছে। সত্যি বলছি তাদের দু’জনকেই আমি খুব পছন্দ করি। তবে, ব্যালন ডি অর জিততে তাদের সঙ্গে এবারে নাম আসতে পারে দুর্দান্ত বছর কাটানো অ্যাতলেতিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজম্যানের।

২৩ বছর বয়সী ফরাসি এই তারকা আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হচ্ছে এবারের ব্যালন ডি অর রোনালদোর হাতেই উঠবে। তার হাতেই এটা মানাবে, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরো-২০১৬’র দুটি শিরোপাই জিতেছে।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে টানা চার মৌসুম ধরে সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন রোনালদো। ২০১৫-১৬ মৌসুমে প্রতিপক্ষের জালে ১৬ বার বল জড়ান সিআর সেভেন। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে রোনালদোর শট জালে জড়াতেই ১১তম ইউরোপিয়ান কাপ জয়ের উল্লাসে মাতে গ্যালাকটিকোরা।

ক্লাবের হয়ে অসাধারণ মৌসুম শেষে রোনালদোর সামনে ছিল ইউরো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জেও জয়ী রোনালদো। তিনবারের ফিফা বর্ষসেরার ‍হাত ধরে অধরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলে পর্তুগিজরা। এর আগে ঘরের মাঠে ২০০৪ আসরের ফাইনালে গ্রিসের কাছে ফিগো-রোনালদোদের স্বপ্নভঙ্গ হয়েছিল।

ফলে, এবারের ব্যালন ডি’অর জেতার দৌড়ে সবার উপরেই থাকছেন রোনালদো।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ১৫ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।