ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘এমএসএন’ আধিপত্যে বার্সা ভীতি স্ট্রাইকারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
‘এমএসএন’ আধিপত্যে বার্সা ভীতি স্ট্রাইকারদের ছবি:সংগৃহীত

ঢাকা: বার্সেলোনায় একের পর এক সাফল্য আসছে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার (এমএসএন) ত্রয়ীর পায়ে। এ তিনজন মিলে ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ডেরও জন্ম দিয়েছেন।

তাদের এমন সফলতার পর অবশ্য বিপাকেও পড়তে হচ্ছে কাতালান দলটিকে।

কারণ নতুন কোনো স্ট্রাইকার বার্সায় নিজেদের নাম লেখাতে চাইছেন না। এমনটি জানালেন দলটির টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সা নতুন মৌসুমে তিন ফুটবলারকে দলে ভিড়িয়েছে। এরা হলেন লুকাস ডিগনে, স্যামুয়েল উমতিতি ও ডেনিস সুয়ারেজ। তবে আসছে নতুন মৌসুমটি গুরুত্বপূর্ণ জানিয়ে ফার্নান্দেজ বলেন, অনেক ফুটবলারই বার্সায় ভিড়তে চাইছে না।

ফার্নান্দেজ জানান, ‘আমাদের দলটি এমনিতে দুর্দান্ত। ফলে নতুন ফুটবলারদের ক্লাবে আনা কঠিন হয়ে যাচ্ছে। আমরা বর্তমানে বিশ্বের সেরা দল। আর আমাদের ড্রেসিং রুমও অসাধারণ। ’

ফার্নান্দেজ ‘এমএসএন’দের ইঙ্গিত করে আরও বলেন, ‘কিছু ফুটবলার আছে যারা বার্সেলোনায় খেলতে রাজিই হচ্ছে না। আমাদের ওপরের সারির তিন তারকা থাকায় অন্য স্ট্রাইকারকে ক্লাবে খেলার ব্যাপারে রাজি করা কষ্ট হচ্ছে। ’

গত মৌসুমে এমএসএন ত্রয়ীর দারুণ পারফরম্যান্সে ঘরোয়া শিরোপা লা লিগা জেতে বার্সা। পরে কোপা দেল রে’র ট্রফিও ওঠে দলটির ঘরে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।