ঢাকা: ঘরোয়া ফুটবলের প্রতিটি টুর্নামেন্টেই শিরোপা জয়ের লক্ষ্যে দল গঠন করে শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু মৌসুমের প্রথম দুই টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে হেরে গিয়ে দলটির সেই লক্ষ্য পূরণ হয়নি।
তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিকেই পাখির চোখ করেছে রয়্যাল ব্লুজরা। চাইছে দেশের ঘরোয়া ফুটবলের সব চেয়ে গুরুত্বপূর্ণ এই আসরটিতে শিরোপা জিতে তাদের এই মৌসুমের শিরোপার স্বাদ মেটাতে।
রোববার (১৭ জুলাই) বিকেলে বাফুফে সম্মেলন কক্ষে ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ ফুটবলের দল পরিচিতি অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হক।
প্রিমিয়ার লিগে নিজেদের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘শেখ রাসেল যখন এই দলটি গঠন করে তখন তাদের লক্ষ্য ছিল মৌসুমের প্রতিটি টুর্নামেন্টে শিরোপা জেতা। যদিও দুইটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। তারপরেও আমরা চেষ্টা করবো এবারের লিগ শিরোপা জিততে। ’
আর প্রিমিয়ার লিগেকে সামনে রেখে শিষ্যরা প্রস্তুতির পর্বটি বেশ ভালোভাবেই সেরেছে বলে তিনি জানান, ‘লিগে চ্যাম্পিয়নশিপের লক্ষ্য নিয়ে ছেলেরা কঠোর পরিশ্রম করছে। ’
এদিকে ব্যক্তিগত কারণে লিগের প্রথম দিকে শেখ রাসেল শিবিরে দলের নির্ভরযোগ্য খেলোয়াড় এমিলি থাকছেন না বলে জানান কোচ।
আর অধিনায়কের বক্তব্যে আতিকুর রহমান মিশু জানান, মৌসুমের শুরতেই আমাদের লক্ষ্য ছিল সবগুলো ট্রফিই জিতবো। কিন্তু আমরা ইতোমধ্যেই দুটি ট্রফি হাতছাড়া করেছি। তবে এবারের লিগ অনেক গুরুত্বপূর্ণ। তাই এটা জেতাই আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আশা করি আমরা শিরোপা জিততেই লড়বো। আমরা মনে করি যতদিন লিগ চলবে, সে ক’দিন যদি মনযোগ ঠিকমতো ধরে রাখতে পারি তাহলে শিরোপা জিততে সমস্যা হবে না।
এবারের লিগে প্রধান প্রতিপক্ষ হিসেবে কারা থাকছে? এমন প্রশ্নর উত্তরে শেখ রাসেল কোচ মারুফুল হক জানান, ‘লিগে সব দলই ভালো। তবে আমার কাছে আমাদের কঠিন প্রতিপক্ষ ঢাকা আবাহনী, চিটাগং আবাহনী ও শেখ জামাল। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি