ঢাকা: গতবার লুইস সুয়ারেজের কাছে লা লিগায় সর্বোচ্চ গোলস্কোরারের অ্যাওয়ার্ড ‘পিচিচি’ ট্রফি হাতছাড়া করেন। এবার ২০১৬-১৭ মৌসুমের চ্যালেঞ্জ।
বর্তমানে হাঁটুর ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে লড়াই করছেন রোনালদো। ফ্রান্সের বিপক্ষে ২০১৬ ইউরোর ফাইনালে প্রথমার্ধেই ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন সিআর সেভেন। শেষ পর্যন্ত পর্তুগালের জন্য তা আশীর্বাদ হয়ে ওঠে। প্রথমবারের মতো বড় কোনো শিরোপা উল্লাসের উপলক্ষ পায় পর্তুগিজরা।
তবে রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরুর দিকে রোনালদোর খেলা নিয়ে একটা সংশয় জেগেছিল। সে যাই হোক, গ্যালাকটিকোদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তার ইন্সটাগ্রাম পেজে একটি ভিডিও আপলোড করে দুর্দান্তভাবে ফেরার ইঙ্গিত দেন।
রোনালদো ভাষ্য, ‘কেমন আছেন সবাই! আমি শুধু আমার সকল সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তাদেরকে বলতে চাই, সবকিছু ঠিকঠাক আছে এবং আমি আরো শক্তিশালী হয়ে ফিরবো। ধন্যবাদ, পর্তুগাল দীর্ঘজীবী হও। ’
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এমআরএম