ঢাকা: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফুটবল ম্যাচ। তাও আবার স্বাগতিক মেলবোর্নের সঙ্গে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় পিছিয়ে পড়েও শেষ দিকের গোলে কোনোরকমে ম্যাচে ফেরে জুভেন্টাস। ৩-৫-২ ফরমেশনে খেলা সিরি আ’র জায়ান্টরা এরপর পেনাল্টিতে খেই হারিয়ে ম্যাচও হারে।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দুই দল। তবে, দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেলার ৫৮ মিনিটের মাথায় লিড নেয় মেলবোর্ন। কার্লোস ব্লাংকোসের গোলে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল শোধে মরিয়া জুভেন্টাস ম্যাচে ফেরে খেলার ৮৩ মিনিটের মাথায়। ইনঘামের গোলে হারের পরাজয় থেকে বাঁচার স্বপ্ন দেখে জুভিরা।
বাকি সময়ে গোল না হলে ম্যাচ সরাসরি টাইব্রেকার শুটআউটে গড়ায়। যেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় মেলবোর্ন।
এরপরের ম্যাচে জুভিদের লড়তে হবে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ারে চমক দেখানে টটেনহ্যামের বিপক্ষে। আর মেলবোর্ন খেলবে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এমআরপি