ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভরে ওঠেনি এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
ভরে ওঠেনি এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারি ছবি: সোহেল সরোয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলের এবারের আসরের অন্যতম লক্ষ্য ছিল মাঠে দর্শক ফেরানো। সেই উদ্দেশ্যে এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে প্রচার প্রচারণাও চালানো হয়েছে বিস্তর।

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পোষ্টারিংসহ ম্যাচের আগের দিন ও ম্যাচের পুরো দিন নগরীতে মাইকিং করলেও ম্যাচের দিন মাঠে প্রত্যাশিত দর্শকদের উপস্থিতি চোখে পড়লো না।

৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আরামবাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচে দর্শকসংখ্যা ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দর্শকদের আনাগোনা।

শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারার মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচে সব মিলে ৫ হাজার দর্শকের উপস্থিতি দেখা গেল। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ভবন সংলগ্ন গ্যালারি, নেভাল এন্ড ও সার্কিট হাউজ এন্ডের গ্যালারিতে দর্কদের উপস্থিতি চোখে পড়েছে। তবে এই গ্যালারিগুলোতে দর্শকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়নি।

 
উল্লেখিত গ্যালারিগুলো এছাড়া স্টেডিয়ামের বাদ বাকি সব গ্যালারি ফাঁকাই ছিল। তবে প্রিমিয়ার লিগের সামনের ম্যাচগুলোতে মাঠে দর্শক ফিরবে বলে মনে করছেন বাংলাদেশ ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।