ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার ফুটসাল চ্যাম্পিয়ন রায়ান গিগসের মুম্বাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
প্রিমিয়ার ফুটসাল চ্যাম্পিয়ন রায়ান গিগসের মুম্বাই ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার ফুটসালের উদ্বোধনী আসর। ১০ দিনের এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইভ-এ-সাইড টুর্নামেন্ট মাতিয়ে গেছেন রোনালদিনহো, কাফু, পল স্কোলস, হার্নান ক্রেসপো ও রায়ান গিগসের মতো সাবেক তারকারা।

ছয় দলের ইভেন্টে শিরোপা উৎসবে মেতেছে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গিগসের মুম্বাই।

গোয়ার পেডেম স্পোর্টস কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচে কোচিকে টাইব্রেকারে হারিয়েছে মুম্বাই। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

দশ মিনিটের প্রথম কোয়ার্টারে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডেভিস মোরায়েসের গোলে লিড নেয় কোচি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে মুম্বাইকে ম্যাচে ফেরান কলম্বিয়ান অ্যাঞ্জেলট কারো।


গিগস ও মাইকেল সালগাদো দু’দলের দুই আইকনই পেনাল্টি মিস করে বসেন। তবে মুম্বাই গোলরক্ষক নিজে গোল করার পাশাপাশি সাডেন ডেথে প্রতিপক্ষের শট রুখে দিয়ে দলের ট্রফি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে ম্যানইউর হয়ে ট্রফিময় ক্যারিয়ার পার করা গিগস আরেকটি শিরোপার স্বাদ নিলেন।

টুর্নামেন্টের সেরা ভারতীয় খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেঙ্গালুরুর জোনাথন পিয়েরস। সবচেয়ে মূল্যবান প্লেয়ার চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অ্যাঞ্জেলট কারো। আর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোচির ব্রাজিলিয়ান চাগুইনহা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।