ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চলমান প্রিমিয়ার লিগের ম্যাচে চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষে উঠলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে উঠেছে দলটি।

এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে হাবিবুর রহমান সোহাগ ও আহমেদ কোলো মুসার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মুক্তি।

খেলার ৫৯তম মিনিটে ব্রাদার্স এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। মুক্তিযোদ্ধার দুই ডিফেন্ডারকে কাটিয়ে এনকোচা কিংসলের নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে যায়।

তবে, মুক্তির সোহাগের গোলটি ছিল এক কথায় দুর্দান্ত। সেট পিস থেকে এর আগেও বাংলাদেশি তারকা ফুটবলাররা এমন দুর্দান্ত গোল করলেও এ ম্যাচের গোলটি সোহাগের জন্য স্মরণীয় হয়েই থাকার কথা। ৬৫ মিনিটের মাথায় ব্রাদার্সের ডি-বক্সের কিছুটা বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে গোলটি করেন সোহাগ। ব্রাদার্সের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও তা রুখতে পারেননি। তার এই রংধনু শটের (বাঁকানো শট) গোলে প্রথম এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

মুক্তির হয়ে ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন আহমেদ মুসা কোলো। ম্যাচের ৩৬ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি মুসা। তার দুই গজ দূর থেকে নেওয়া শটটি গোলবারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। আর এই ক্ষোভ আর হতাশা কাটাতেই যেন দলের দ্বিতীয় গোলটি করেছেন মুসা।

চট্টগ্রাম পর্বে নিজেদের আগের দুই ম্যাচেই ড্র করে ব্রাদার্স। আর ড্র দিয়ে লিগ শুরু করা মুক্তিযোদ্ধা টানা দ্বিতীয় জয় তুলে নিল। তিন ম্যাচে ৭ পয়েন্ট আর গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠলো মুক্তি। সমান ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনী।

আগামী শুক্রবার থেকে শুরু হবে লিগের ময়মনসিংহ পর্ব।

বুধবার প্রথম ম্যাচে কেস্টার আকনের জোড়া গোলে উত্তর বারিধারাকে ২-১ ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, আগস্ট  ০৩, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।