ময়মনসিংহ: রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা।
শুক্রবার (০৫ আগস্ট) থেকে শুরু ময়মনসিংহ জেলার রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে খেলা চলবে বুধবার (১৭ আগস্ট) পর্যন্ত।
দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গণে এমন উৎসব আয়োজনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলবে জেলা পুলিশ। এর মধ্যে সবচেয়ে প্রাধান্য পাচ্ছে অংশগ্রহণকারী ১২টি ক্লাবের দেশি-বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি।
আর এ নিরাপত্তার কারণেই স্টেডিয়াম সংলগ্ন টাঙ্গাইল বাসস্ট্যান্ডটি খেলা চলাকালীন সময়ে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।
জেলা পরিবহন মোটর মালিক সমিতিও জেলা প্রশাসনের এ সিদ্ধান্তে একমত হয়েছে। একই সঙ্গে স্টেডিয়াম সংলগ্ন বেশ কয়েকটি মেসে থাকবে বাড়তি নজরদারি।
খেলোয়াড়দের প্র্যাকটিস মাঠ ও থাকার জন্য দু’টি হোটেলেও থাকবে কড়া নিরাপত্তা বেস্টনী। আর স্টেডিয়ামের বাইরে নিরাপত্তায় থাকবে সাদা পোশাকধারী পুলিশ।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) মো: নূরে আলম বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহে বিপিএল’র আয়োজন সফলভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খেলোয়াড়দের ঘিরেই থাকবে বেশি নিরাপত্তা। ইতোমধ্যেই জেলা প্রশাসনের সহায়তায় স্টেডিয়াম এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
নগরীর দু’টি আবাসিক হোটেলে উঠবেন খেলোয়াড়রা। এ হোটেলগুলোর পাশাপাশি খেলার মাঠে যাতায়াতের সময়ও তাদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ভেন্যুতে ৩’শ জেলা পুলিশ ও ১’শ এপিবিএন পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন, যোগ করেন জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাকিম বিল্লাহ ফারুকি বিপিএল’র আয়োজন উপলক্ষে সাংবাদিকদের বলেন, ‘খেলা শুরু হবার আগে প্রতিদিন দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত টাঙ্গাইল বাসস্ট্যান্ডে কোনো যানবাহন থাকবে না। শহরতলী খাগডহরের পর থেকে এ স্ট্যান্ডের বাস চলাচল করবে।
তিনি আরও জানান, এ বিষয়ে জেলা পরিবহন মোটর মালিক সমিতি সম্মতি জানিয়েছে। ভবিষ্যতে স্থানীয়ভাবে এখান থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এমএএএম/আরআইএস/এমআরপি