ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর পর শঙ্কায় বেল-ক্রুস-পেপে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
রোনালদোর পর শঙ্কায় বেল-ক্রুস-পেপে ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক আসর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের (আইসিসি) পর উয়েফা সুপার কাপে চোখ রাখছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। হাঁটুর ইনজুরির কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতির বিষয়টা আগে থেকেই জানা।

এবার ক্লাবের অন্যান্য তারকাদের খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রোনালদোর কাতারে যোগ দিতে পারেন গ্যারেথ বেল, টনি ক্রুস ও ইউরো জয়ী পর্তুগিজ ডিফেন্ডার পেপে। করিম বেনজেমাকে নিয়েও রয়েছে সংশয়। খোদ কোচ জিদানই এমন ইঙ্গিত দিয়েছেন।

আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে ইউরোপা লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। নরওয়ের লারকেন্ডাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

এক প্রেস কনফারেন্সে জিদান বলেন, ‘বেল, ক্রুস ও পেপে সেভিয়ার বিপক্ষে খেলার জন্য ফিট থাকবে বলে আমি মনে করি না। তারা আমাদের সঙ্গে প্রাক মৌসুমে প্রস্তুতিতে ছিল না। মাদ্রিদে ফেরার পর তাদের ব্যাপারটি মূল্যায়ন করা হবে। ’

যুক্তরাষ্ট্রে গত তিন সপ্তাহে দলের ট্রেনিং ও ম্যাচ পারফরম্যান্স সব মিলিয়ে সন্তুষ্ট জিদান। কিন্তু স্বদেশী করিম বেনজেমার ফিটনেস নিয়ে কিছুটা উদ্বিগ্ন ফ্রেঞ্চ কিংবদন্তি, ‘আমি আশাবাদী, বেনজেমা ভালোভাবে উয়েফা সুপার কাপের জন্য যেতে পারবে। সে এখন ভালো অনুভব করছে এবং ইতোমধ্যেই ট্রেনিং সেশন সম্পন্ন করেছে। ’

আইসিসি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচেই পিএসজির কাছে ৩-১ গোলে হেরে যায় বেল-বেনজেমা-রোনালদো বিহীন রিয়াল। পরের দুই ম্যাচে চেলসি (৩-২) ও বায়ার্নকে ১-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফেরে গ্যালাকটিকোরা। উয়েফা সুপার কাপ শেষে আগামী ২১ আগস্ট (দিবাগত রাত সোয়া ১২টায়) রিয়াল সোসিয়েদাদের মাঠে লা লিগা মিশনে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।