ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোচের বাজে কৌশলই ভুগিয়েছে মেসিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
কোচের বাজে কৌশলই ভুগিয়েছে মেসিকে ছবি:সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন লিনেওল মেসি। আর ল্যাটিন আমেরিকার শতবর্ষী আসরে বার্সেলোনা তারকার এমন সংগ্রাম করার পেছনে পদত্যাগ করা সাবেক কোচ জেরার্ডো মার্টিনোর বাজে কৌশলকেই দায়ী করেছেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা।

শিরোপা নির্ধারণী ম্যাচে চিলির মূল লক্ষ্যই ছিল মেসিকে আটকানো। আর এতে সফলও হয় চ্যাম্পিয়নরা। তবে আলবেসেলিস্তা কোচিং স্টাফদের বাজে সিস্টেমের কারণে এমনটি হয়েছে বলে জানান বাউজা।

বাউজা বলেন, ‘মেসি যখন মাঠে একা ছিল, চিলি তখন কি করেছিল? প্রায় চারজন ফুটবলার তাকে একাই এসে আটকে রাখে। মেসিকে ম্যাচে প্রচুর ভুগতে হয়েছে। তার সাধারণ খেলা থেকে সে বঞ্চিত ছিল। এটিই মূলত তাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আমরা সকলেই তার খেলার ধরন জানি। ’

তিনি আরও বলেন, ‘মেসি এখন পর্যন্ত তিনটি পজিশনে খেলেছে। সে ছিল সেন্ট্রাল ফরোয়ার্ড, খেলেছে মাঝমাঠে। এছাড়া গার্দিওলা তাকে কিছু ম্যাচে ডান পাশেও খেলায়। তবে, মেসি পুরো মাঠে তার দক্ষতা দেখায়। তার ওপর আসলে পুরোপুরি নির্ভর করা ঠিক নয়। ’

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।