ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বিতর্কিত নয়, পক্ষপাতমুক্ত রেফারিং চায় শেখ রাসেল

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বিতর্কিত নয়, পক্ষপাতমুক্ত রেফারিং চায় শেখ রাসেল ছবি: অনিক খান- বাংলানিউজটোয়েন্টিফোর

ময়মনসিংহ: পেনাল্টি হলেও দেয়নি। আক্রমণে গেলেই অফসাইড।

অথচ প্রতিপক্ষ অফসাইডে গোল দিলেও মেনে নিতে হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্রগ্রাম পর্বের তিনটি ম্যাচেই এমন বিমাতাসুলভ আচরণের শিকার হতে হয়েছে দেশের ঐতিহ্যবাহী ও শক্তিধর ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

আর এমন বিতর্কিত ঘটনা ঘটিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে রেফারিরাই। এ নিয়ে সাবেক ফুটবলার ও ফুটবলপ্রেমীরা মোটা দাগে রেফারিদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনায় মুখর হলেও তাতে গাঁ করেনি দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফলশ্রুতিতে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনেক রেফারির নামের শেষেই জুটেছে ‘ভিলেন’ তকমা। একটি দলকে চ্যাম্পিয়ন করতেই শেখ রাসেলের মতো জায়ান্ট ক্লাবকেও বার বার ষড়যন্ত্রের জালে আটকে ফেলছেন তারা।

আর এ কারণেই ময়মনসিংহের পর্বে অন্তত পক্ষপাতমুক্ত রেফারিং’র দাবি তুলেছেন ঢাকার ঐতিহ্যবাহী এ ক্লাবটি।

শনিবার (০৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফেনীর সকার ক্লাবের বিপক্ষে লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দেশসেরা কোচের তত্ত্বাবধানে থাকা এ দলটি। শিরোপা জিততেই দল গড়া এ ক্লাবকে পেছন থেকে অদৃশ্য শক্তির ইশারায় টেনে ধরা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

শেখ রাসেল ক্রীড়া চক্রে রয়েছেন মানসম্মত অনেক ফুটবলার। আছেন তিন বিদেশি খেলোয়াড়। আছেন জাতীয় দলের গোলরক্ষক লিটন ও ফুটবলার জামাল ভূইয়া। বরাবরের মতো এবারো লিগে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে দলটি। কিন্তু এবারের লিগের চট্রগ্রাম পর্বে শেখ রাসেলের ম্যাচসমূহে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে রেফারিদের। অথচ ইতোপূর্বেও লিগ শিরোপা জিতেছে বনেদি এ ক্লাব। গত আসরেও হয়েছিল রানারআপ।

শুক্রবার (০৫ আগস্ট) রাতে বাংলানিউজের সঙ্গে এসব নিয়ে কথা বলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক মো: খলিলুর রহমান। স্পষ্ট করেই বলেন, ‘বড় টিমের সঙ্গে ছোট টিমের ব্যালান্স করার হীন প্রচেষ্টা চলছে এবারের লিগে। কিন্তু শেখ রাসেল সব সময় পরিষ্কার খেলা খেলে থাকে। বিতর্কিত রেফারিং’র মাধ্যমে আমাদের শিরোপা জেতা আটকানোর ষড়যন্ত্র চলছে। দুর্বল, মানহীন ও বিতর্কিত রেফারিং’র দুর্নাম না ঘুচালে পেশাদার লিগের মর্যাদাই প্রশ্নবিদ্ধ হবে। আর এ কারণেই সুনাম ধরে রাখার উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেই (বাফুফে)। ’

চট্রগ্রাম পর্বের ম্যাচসমূহ বিশ্লেষণ করে তিনি বলেন, ‘চট্রগ্রাম আবাহনীকে জেতাতে বড় ক্লাবগুলোকে ডাউন করে লেভেল করার পায়তারা চলছে। আর এ কারণেই আমরা পেনাল্টি পেলেও রেফারি দেয়নি। অথচ প্রতিপক্ষ অফসাইডে গোল করলেও রেফারি এড়িয়ে গেছেন। ময়মনসিংহে অন্তত তেমন বিতর্কিত দৃশ্যপটের অবতারণা না হোক, এমন প্রত্যাশা ফুটবলপ্রেমীদের মতো আমাদেরও। ’

ময়মনসিংহ পর্বে পক্ষপাতমুক্ত স্বচ্ছ রেফারিংয়েরও দাবি তুলেন এ কর্মকর্তা। ভবিষ্যতে এ লিগে বিদেশি রেফারিদের দিয়ে ম্যাচ পরিচালনারও পরামর্শও দেন অভিজ্ঞ এ কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমাদের লিগে অনেক বিদেশি খেলোয়াড় খেলেন। বিতর্ক এড়াতেই এখানে বিদেশি রেফারিও দরকার। সারা দেশেই শেখ রাসেল ক্রীড়া চক্রের ভক্ত-সমর্থক রয়েছেন। তারা বিতর্কিত রেফারি কাণ্ড আর দেখতে চায় না। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।