ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

কোচকে বহিষ্কার করলো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
কোচকে বহিষ্কার করলো ইন্টার মিলান

ঢাকা: ইতালিয়ান জায়ান্ট ক্লাব ইন্টার মিলান তাদের প্রধান কোচ রবার্টো ম্যানচিনিকে বহিষ্কার করছে। ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর সিরিআ’র মৌসুম শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি, আর এমন সময়ই বহিষ্কৃত হলেন ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ।

 

ম্যানচিনির পর ইন্টারের প্রধান কোচ হিসেবে স্থলাভিষিক্ত হচ্ছেন ফ্র্যাঙ্ক ডি বোয়ের। তিনি এর আগে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের নামকরা কোচ ছিলেন।

৫১ বছর বয়সী ম্যানচিনি ২০১৪ সালে ইন্টারের কোচ হিসেবে নিয়োগ পান।

তবে দলের কোচ হিসেবে বড় কোনো সাফল্য পাননি তিনি। তার অধীনে গত মৌসুমে চতুর্থ হয় ইন্টার। তবে এবারের মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুমে বাজে পারফর্মের কারণেই বহিষ্কৃত হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।