ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্ব রেকর্ড গড়েই পগবাকে দলে নিল ম্যানইউ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
বিশ্ব রেকর্ড গড়েই পগবাকে দলে নিল ম্যানইউ পল পগবা-ছবি:সংগৃহীত

ঢাকা: অবশেষে সব জল্পনার অবসান হলো। জুভেন্টাস থেকে বিশ্ব রেকর্ড গড়েই পল পগবাকে দলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।

এর আগে এই ম্যানইউ থেকেই ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে পাড়ি দিয়েছিল ফ্রেঞ্চ মিডফিল্ডার।

পগবাকে দলে ভেড়াতে রেড ডেভিলসদের খরচ পড়েছে ১০৫ মিলিয়ন ইউরো (৯১৩ কোটি ২ লাখ টাকা)। আগের রেকর্ডটি ছিল ১০০ মিলিয়ন ইউরোর। যা গ্যারেথ বেলকে ২০১৩ সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে নেওয়ার সময় খরচ হয়েছিল।

ম্যানইউ’র এক ঘোষণায় বলা হয়, ‘পগবাকে জুভেন্টাস থেকে ম্যানইউতে আনতে পেরে আমরা আনন্দিত। পাঁচ বছরের চুক্তিতে তার চুক্তি সম্পন্ন হয়েছে। ’

এর আগে ম্যানইউতে নিজের প্রথম ক্যারিয়ারে পগবা সাতটি ম্যাচ খেলেছিল। তবে সেবার কোনো ম্যাচেই তিনি ৯০ মিনিট মাঠে কাটাতে পারেননি। এখন সেই তারকাকে ইংলিশ জায়ান্টরা রেকর্ড পরিমাণ দামে দলে ভেড়ালো।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।