ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রহমতগঞ্জের দ্বিতীয় জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
রহমতগঞ্জের দ্বিতীয় জয় ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মৌসুমের দ্বিতীয় জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে কাঙ্খিত এই জয় তুলে নিয়েছে পুরোনো ঢাকার ক্লাবটি।


 
আর এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থস্থানে উঠে এলো। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম তিনে অবস্থান করছে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনী।
 
এদিন ম্যাচে রহমতগঞ্জের হয়ে গোলদুটি করেছেন সিয়ো জুনাপিয়ো ও দাওদা সিসো।
 
এর আগে বুধবার (১০ আগস্ট) ময়মনসিংহ রফিকউদ্দিন স্টেডিয়ামে কিক অফের শুরু থেকেই উত্তরবারিধারাকে চাপে রাখে রহমতগঞ্জ। তবে চাপে রাখলেও প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি।


 
অবশেষে দলটির গোল ধরা দেয় প্রথমার্ধের বাড়তি সময়ে পেনাল্টি থেকে। মাঝমাঠ থেকে বল নিয়ে সিসো বারিধারা রক্ষণে ঢুকে পড়লে তাকে ফাউল করেন আলাউদ্দিন বাবু।
 
আর সেই ফাউলের দায়ে পাওয়া পেনাল্টি থেকে সিয়ো জুনাপিয়ো গোল করে দলকে ১-০ তে লিড এনে দিলে এগিয়ে থকেই বিরতিতে যায় রহমতগঞ্জ।
 
পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে বেশ চেষ্টা চালিয়েছে বারিধারা। কিন্তু তাদের প্রতিটি আক্রমণই প্রতিহত হয়েছে রহমতগঞ্জ রক্ষণ দূর্গে। তবে বারিধারার এগিয়ে যাবার সকল প্রচেষ্টা ব্যর্থ হলেও ব্যবধান বাড়ানোর মিশনে ধার দেখিয়েছে  রহমতগঞ্জ।
 
ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহর্তে সিসোর দুরপল্লার শটে ব্যবধান ২-০ তে বাড়িয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।  
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।