ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

দেমিচেলিসকে দলে ভেড়ালো এসপানিওল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
দেমিচেলিসকে দলে ভেড়ালো এসপানিওল ছবি: সংগৃহীত

ঢাকা: ‍মার্টিন দেমিচেলিসের লা লিগায় প্রত্যাবর্তন হচ্ছে। আর্জেন্টাইন অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে এক বছরের চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ ক্লাব এসপানিওল।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন ঠিকানার সন্ধানে ছিলেন ৩৫ বছর বয়সী সেন্টার ব্যাক।

ম্যানসিটি ছাড়াও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট ক্লাবে দীর্ঘ সময় (২০০৩-১০) খেলেছিলেন দেমিচেলিস। তার আগে ২০০০ সালে স্বদেশী ক্লাব রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ারে পা রাখেন।

২০১৩ সালে স্প্যানিশ ক্লাব মালাগা ছেড়ে দুই বছরের চুক্তিতে ইংল্যান্ডে পাড়ি জমান দেমিচেলিস। সিটিজেনরা নতুন করে চুক্তি নবায়ন না করায় গত মৌসুম শেষেই তার ম্যানসিটি অধ্যায়ের সমাপ্তি ঘটে।

বলা বাহুল্য, ২০০৫ সালে অভিষেকের পর আর্জেন্টিনার জার্সিতে ৫০টি ম্যাচ খেলা দেমিচেলিসের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষের পথে! চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শতবর্ষী কোপা আমেরিকায় তাকে দলের বাইরে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।