ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

করুণ অবস্থায় ভিআইপি গ্যালারি

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
করুণ অবস্থায় ভিআইপি গ্যালারি ছবি: অনিক খান

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: ভিআইপি গ্যালারির থাকে থাকে বসানো হয়েছে প্লাস্টিকের চেয়ার। মাথার উপরে দেয়া হয়েছে বড় আকারের সামিয়ানা।

নেই সিলিং ফ্যানের ব্যবস্থাও। সামিয়ানার ফাঁক গলে আবার গালে কিংবা ঘাড়ে এসে পড়ে রোদের তেজ।

অসহনীয় গরম থেকে রক্ষা পেতে অনেকেই ভিআইপি এই গ্যালারিতে হাতে করে নিয়ে আসেন ছাতা। রোদের তীব্রতা বাড়লে মাথার উপর ধরা হয় সেই ছাতা। সামিয়ানার ভার রক্ষায় দাঁড় করানো বা হেলানো বাঁশগুলোর কারণে আবার স্পষ্ট করে দেখা যায় না মাঠের পশ্চিম প্রান্ত। ফলে মাথা দোলাতেই ঘাড়ের অবস্থাও দফারফা। সাধারণ গ্যালারির সঙ্গে এ গ্যালারি ভাগও করা হয়েছে টিন আর বাঁশ দিয়ে। এসব চিত্র ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্বে শেখ জামাল ও ফেনী সকার ক্লাবের মধ্যকার খেলা চলাকালীন সময়ে এখানকার ভিআইপি গ্যালারি ঘুরে দেখা গেলো এমন করুণ অবস্থা।

স্টেডিয়ামের চেহারা ও মাঠের অবস্থা সুদৃশ্য হলেও সাধারণ কিংবা ভিআইপি গ্যালারিতে নেই আধুনিকায়নের ছাপ। স্থানীয়রা অভিযোগ করেন, ২০০৪ সালে এ স্টেডিয়ামেই ভাঙাচুরা গ্যালারি আর কাঁদা মাঠে অনুষ্ঠিত হয়েছিল নিটল টাটা জাতীয় ফুটবল লিগ। ওই সময় এ নিয়ে সমালোচনাও কম হয়নি।

পরে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়। এতে খরচ করা হয় কোটি কোটি টাকা। সবুজ দুর্বা ঘাসের এ স্টেডিয়ামের মাঠ চট্টগ্রামের চেয়েও মানসম্মত বলেও প্রশংসা করেছেন অনেক ক্লাবের কোচ।

এ স্টেডিয়ামের সংস্কার কাজে গুটিকয়েক ব্যক্তিবর্গ নিজেদের পকেট ভারী করায় স্টেডিয়ামের সাধারণ কিংবা ভিআইপি গ্যালারির উন্নয়ন হয়নি। ঠুনকো কিংবা দায়সারাভাবে কাজ হওয়ার কারণেই ভিআইপি গ্যালারিতে বসানো হয়নি স্থায়ী কোনো চেয়ার। ভিআইপি গ্যালারিতে নিয়মিত ঘরোয়া ফুটবলের এ মহাযজ্ঞ দেখতে আসছেন এমন কয়েকজন জানান, বৃষ্টি হলে ভিআইপি গ্যালারিতে টিপটিপ পানি পড়ে। বর্ষাকালে যেহেতু এ লিগ হচ্ছে সেখানে এ বিষয়টি মাথায় রেখেই ভিআইপি গ্যালারি সাজানো দরকার ছিল।

ঘরোয়া ফুটবলের চলতি এ আসরে সাধারণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। আর ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা। গাটের পয়সা খরচ করে বিপিএল উপভোগ করতে আসা সদর উপজেলার বয়োবৃদ্ধ ফুটবলপ্রেমী শাহাবুদ্দিন ভিআইপি গ্যালারির কঠোর সমালোচনা করলেন।   বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘এতো বড় ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের আগে ভিআইপি গ্যালারি আধুনিকায়নের দরকার ছিল। কিন্তু জেলা ক্রীড়া সংস্থা বা আয়োজগোষ্ঠী সেদিকে নজর দেয়নি। এদিকেই আগে সবার দৃষ্টি দেয়া দরকার। ’

ভিআইপি গ্যালারিতে প্লাস্টিকের চেয়ার ব্যবহার করায় অনেকেই টিপ্পনি কেটে এ গ্যালারির নাম দিয়েছেন ‘আর.এফ.এল গ্যালারি। ’

এ গ্যালারির এমন করুণ দশা হলেও প্রায় এক যুগ পর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের বড় আসরের খেলা চলায় খুশি অনেক ক্রীড়ামোদী দর্শক।

ময়মনসিংহ নগরীর মুমিনুন্নিসা কলেজের শিক্ষক ড.শিব্বির আহম্মেদের সঙ্গে খেলা দেখতে আসেন কলেজটির বেশ কয়েকজন শিক্ষার্থী। খেলা চলার ফাঁকে ফাঁকে তারা হালের জনপ্রিয় ধারা সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। কলেজটির শিক্ষার্থী প্রাপ্তি ও রাফি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘আগে তো খেলাই হতো না ময়মনসিংহে। এবার হচ্ছে। এটিই আমাদের বড় প্রাপ্তি। সামনের আসরের আগে ভিআইপি গ্যালারিটির আধুনিকায়ন হবে এ প্রত্যাশা আমাদের। ’

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, আগষ্ট ১১, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।