ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: টিম বিজেএমসি’র সঙ্গে ড্র করে দুঃসময় কাটানোর ইঙ্গিত দিলেন ঘরোয়া ফুটবলের শক্তিধর শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হক। আর টানা ৫ ম্যাচেও জয়ের দেখা না পাওয়ায় নিজেরা ড্র’র খরায় রয়েছেন বলে জানালেন টিম বিজেএমসি’র কোচ মি: নম্র মারমা।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই দু’ কোচ।
শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হক বলেন, আমাদের দুঃসময় কাটতে শুরু করেছে। সামনের ম্যাচগুলোতে আরো ভালো নৈপুণ্য প্রদর্শন করেই পূর্ণ পয়েন্ট পাবো।
দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় রনি প্রসঙ্গে তিনি বলেন, রনি ইনজুরির কারণে ৩ মাস মাঠের বাইরে ছিল। আত্মবিশ্বাস চলে এলে রনি গোল পাবে। দলকে জেতাবে।
এদিন চার খেলোয়াড় পরিবর্তন করে মিঠুন, ভ্যালোরি, অরুপ বৈদ্য ও নাহিদকে মাঠে নামানোর কথাও জানান দেশসেরা এ কোচ।
এদিকে, টিম বিজেএমসি’র কোচ মি: নম্র মারমা বলেন, আজ আমাদের জেতার কথা ছিল। শেষের দিকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। তবে খেলোয়াড়রা ভালো খেলেছে। ৩ পয়েন্ট পেতেই আমরা মাঠে নেমেছিলাম। স্যামসাংকে ফরোয়ার্ড হিসেবে ব্যবহার করেছি। তবে আমরা এখনো ড্র’র খরায় রয়েছি। আমাদের টার্গেট ছিল হয় জেতা, নয়তো হারা। কিন্তু এ ম্যাচেও আমরা ব্যর্থ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগষ্ট ১২, ২০১৬
এমএএএম/এমআরপি