ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা জয় দিয়ে মৌসুম শুরু করলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
শিরোপা জয় দিয়ে মৌসুম শুরু করলো বায়ার্ন

ঢাকা: শিরোপা জয় দিয়ে দুর্দান্ত এক মৌসুম শুরু হলো বায়ার্ন মিউনিখ। বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে সুপারকাপের ট্রফি ঘরে তুললো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এর আগে পেপ গার্দিওলা কোচ থাকাকালীন এ শিরোপা একবারও জিততে পারেনি বাভারিয়ানরা।

 

ম্যাচটি ডর্টমুন্ডের মাঠ সিগনাল-ইদুনা-পার্কে অনুষ্ঠিত হয়েছিল। আর পুরো ম্যাচে স্বাগতিকরা দারুণ আধিপত্যও বিস্তার করেছিল। কিন্তু বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের অসাধারণ দক্ষতায় শেষ পর্যন্ত কোন গোলের দেখা পায়নি ডর্টমুন্ড।

যদিও এদিন ম্যাচের প্রথমার্ধ কোনো গোল হয়নি। তবে বিরতির পর ৫৮ মিনিটে লিড পাইয়ে দেন চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদাল। আর ৭৯ মিনিটে লিড বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন থমাস মুলার।

এ ম্যাচে গত মৌসুমে ডর্টমুন্ডে খেলা ম্যাট হ্যামেলস বায়ার্নের হয়ে নিজের প্রথম খেলায় মাঠে নামেন। অন্যদিকে বায়ার্ন থেকে নিজের আগের ক্লাব ডর্টমুন্ডে ফিরে যান মারিও গোতজে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।