ঢাকা: ফোর্বস এর প্রকাশিত সবথেকে ধনী অ্যাথলেটদের তালিকায় রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে যেতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে বেরিয়ে এলো স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে সিআর সেভেনের নতুন চুক্তির তথ্য।
উত্তরটি দিয়েছেন রোনালদো কাছের বন্ধু আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে (ইউএফসি) অংশ নেওয়া আইরিশ ফেদারওয়েট চ্যাম্পিয়ন কনোর ম্যাকগ্রেজোর।
সম্প্রতি তিনবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ইউরো ২০১৬ শেষে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস সফরে যান। সেখানেই তিনি অনুশীলনে থাকা আইরিশ ফেদারওয়েট চ্যাম্পিয়ন ম্যাকগ্রেজোরের সঙ্গে দেখা করেন। কাছের এই বন্ধুর সঙ্গে রিয়াল তারকা বক্সিং রিংয়ে পোজ দিয়ে বেশ কয়েকটি ছবিও তোলেন। একসঙ্গে বেশ খানিকটা সময়ও কাটান দুই বন্ধু।
বন্ধু রোনালদোকে অর্থের দিক দিয়ে টপকে যেতে পারবেন কী না এমন প্রশ্নের উত্তরে ম্যাকগ্রেজোর জানান, ‘এটা সত্যিই অনেক কঠিন হবে। সে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে। কিন্তু, আমারো সুযোগ থাকছে। হয়তো পরে কখনো তাকে টপকে যেতে পারি। ’
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে রোনালদোর চুক্তি নবায়ন নিয়ে এখনও কিছু অফিসিয়ালি জানা যায়নি। তবে, চুক্তি নবায়ন করতে আগ্রহী পর্তুগিজ তারকা রোনালদো। আগামী ২০১৮ সালে লস ব্লাঙ্কদের সঙ্গে পর্তুগিজ অধিনায়কের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
বর্তমান চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি আছে। তবে পর্তুগালকে ইউরো ২০১৬ জেতানোর পর রিয়ালের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করতে প্রস্তুত সিআর সেভেন খ্যাত এ তারকা-এমনটি জানান তার ফাইটার বন্ধু ম্যাকগ্রেজোর।
আইরিশ এই ফাইটারের ভাষ্যমতে, রিয়াল রোনালদোকে রেখে দিতে চায়। তবে, ম্যানচেস্টার ইউনাইটেড আর পিএসজি তাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে, রোনালদো নিজেই চাইছেন রিয়ালে থাকতে। আর এমন সমীকরণে ২০২০ কিংবা ২০২১ সাল পর্যন্ত স্প্যানিশ দলটিতে খেলতে চান সিআর সেভেন। বর্ধিত কত বেতনে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে থাকবেন রোনালদো তা জানাতে পারেনি তার বন্ধু।
৩১ বছর বয়সী রোনালদো ২০১৫-১৬ মৌসুমে রিয়ালের হয়ে ৫১টি গোল করেন। এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার পা থেকে আসে আরও তিনটি গোল। ক্লাব পর্যায়ে ৬৭৩ ম্যাচে ৪৮৭ গোল করা রোনালদো রিয়ালের হয়ে খেলেছেন ৩৪৮ ম্যাচ। যেখানে প্রতিপক্ষের জালে তিনি বল জড়ান ৩৬৪ বার।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৬
এমআরপি