ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

গার্দিওলা বিশ্বের শ্রেষ্ঠ কোচ: স্টোনস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
গার্দিওলা বিশ্বের শ্রেষ্ঠ কোচ: স্টোনস

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি শিরোপা জিততে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলাকে। নতুন মৌসুম শুরু করা নতুন এই কোচের অধীনে ইতোমধ্যেই আট ফুটবলারকে দলে টেনেছে সিটিজেনরা।

দল বদলের বাজারে অষ্টম খেলোয়াড় হিসেবে গার্দিওলার ভান্ডারে যুক্ত হন জন স্টোনস। গার্দিওলার এই নতুন অস্ত্র নিজের কোচকে ‘বিশ্বের শ্রেষ্ঠ কোচ’ হিসেবেই আখ্যায়িত করছেন।

এভারটন থেকে জন স্টোনসকে ৪৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নেয় ম্যানচেস্টার সিটি। ফুটবল ইতিহাসের স্টোনস দ্বিতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার। সিটিজেনদের সঙ্গে ছয় বছরের চুক্তি সই করেন ২২ বছর বয়সী স্টোনস।

ইংলিশ এই সেন্টারব্যাক জানান, আমি দারুণ একজন কোচ পেয়েছি। আমার পরবর্তী ক্যারিয়ারের জন্য তাকে পাওয়াটা ভাগ্য। আর আপনি বিশ্বের শ্রেষ্ঠ কোচের কাছে কিছু শিখতে পারার সুযোগ কেন হেলায় হারাবেন? চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ কেন নেবেন না? আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। এটা আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো একটা সুযোগ।

ইংল্যান্ডের জার্সি গায়ে ১০ ম্যাচ খেলা স্টোনস বার্নসলে আর এভারটনের হয়ে খেলেছেন ১২২ ম্যাচ। এভারটনের হয়ে মাঠে নামেন ৯৫ ম্যাচে। এভারটনের ২০১৪-১৫ মৌসুমে সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি।

তরুণ এই উঠতি তারকা আরও যোগ করেন, ‘গার্দিওলার কাছে আমি সর্বোচ্চটা শিখতে চাই। আমার ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে তার অধীনে থেকে কঠোর পরিশ্রম করতে চাই। নিজের সেরাটা দিতে আর ক্লাবে আমার স্থান ধরে রাখতে এর কোনো বিকল্প নেই। ’

এরই মধ্যে সিটিজেনদের হয়ে অভিষেক হয়েছে স্টোনসের। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সান্দারল্যান্ডের বিপক্ষে গার্দিওলা তাকে মাঠে নামিয়েছিলেন। সে ম্যাচে ২-১ গোলের জয়ও তুলে নেয় গার্দিওলার শিষ্যরা। আর পুরো ৯০ মিনিটই স্টোনসকে খেলিয়েছিলেন গার্দিওলা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।