ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

চলে গেলেন ফিফার সাবেক সভাপতি হ্যাভেলাঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
চলে গেলেন ফিফার সাবেক সভাপতি হ্যাভেলাঞ্জ

ঢাকা: শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ১০০ বছর বয়সে ফিফার সপ্তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করা হ্যাভেলাঞ্জ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মৃত্যুবরণ করেন।

১০০ বছর বয়সী সাবেক এই ফুটবল কর্মকর্তা ও অ্যাথলেট অলিম্পিকে সাঁতার ও ওয়াটার পোলোতে অংশ নিয়েছিলেন। এই ব্রাজিলিয়ান সাঁতারু এবং ওয়াটার পোলো খেলোয়াড় হিসেবে ক্রীড়াঙ্গনে যুক্ত হলেও পরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে যুক্ত হন। ব্রাজিলে অলিম্পিক চলাকালীন সময়েই রিওর একটি হাসপাতালে মারা গেলেন হ্যাভেলাঞ্জ।

প্রায় ২৪ বছর (১৯৭৪-১৯৯৮) ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নিজেকে দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করেন হ্যাভেলাঞ্জ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য পদে ছিলেন ১৯৬৩-২০১১ সাল পর্যন্ত। তবে, শারীরিক সমস্যার কারণ দেখিয়ে আইওসির সদস্যপদ থেকে পদত্যাগ করেন জোয়াও হ্যাভেলাঞ্জ।

তবে হ্যাভেলাঞ্জ কেবলই একজন ক্রীড়া সংগঠক ছিলেন না, একাধারে তিনি ব্যবসায়ী ও আইনজীবী হিসেবেও পরিচিত ছিলেন।

ফিফা সভাপতি হিসেবে হ্যাভেলাঞ্জের স্থলাভিষিক্ত হন সেপ ব্লাটার। তবে, হ্যাভেলাঞ্জই প্রথম অ-ইউরোপীয় ফিফা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েই বিশ্বকাপ ১৬ থেকে ৩২ দলে উন্নীত হয়। ব্রাজিলকে ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ অলিম্পিক আয়োজনের সুযোগ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।