ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর হ্যাটট্রিকে মূল পর্বের পথে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
আগুয়েরোর হ্যাটট্রিকে মূল পর্বের পথে ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। প্লে-অফ ম্যাচটিতে দু’টি পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত হ্যাটট্রিক উদযাপনে মাতেন সার্জিও আগুয়েরো।

বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায় প্রথমার্ধে দুই গোলে লিড নেয় পেপ গার্দিওলার ম্যানসিটি। ১৩ মিনিটে ডেভিড সিলভা ও ৪১ মিনিটে গোলের খাতায় নাম লেখান আগুয়েরো। তার আগে ৮ ও ২১ মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন আর্জেন্টাইন তারকা।

বিরতির পর চার মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করেন স্প্যানিশ ফরোয়ার্ড নোলিতো। ৭৮ মিনিট ও নির্ধারিত সময়ের আগ মুহূর্তে পেনাল্টি মিসের হতাশা ভুলে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো।

আগামী বুধবার (২৪ আগস্ট) ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।