ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালের মিশনে নেইমারদের সামনে হন্ডুরাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ফাইনালের মিশনে নেইমারদের সামনে হন্ডুরাস ছবি: সংগৃহীত

ঢাকা: অলিম্পিকের গোল্ড মেডেল ম্যাচ থেকে আর মাত্র একটি জয় দূরে ব্রাজিল। ফাইনালে ওঠার লড়াইয়ে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবেন নেইমার-গ্যাব্রিয়েল-জিসাসরা।

ঘরের মাটিতে অধরা স্বর্ণ জয়ের মিশনে শুরুর হতাশাজনক পারফরম্যান্স ভুলে এখন বেশ পরিণত সেলেকাওরা।

বুধবার (১৭ আগস্ট) রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে হন্ডরাসের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। অপর সেমিতে দিবাগত রাত ১টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে জার্মানি।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও হন্ডুরাসকে খাটো করে দেখার উপায় নেই। তাদের বিপক্ষে ড্র করেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ‘ফেভারিট’ আর্জেন্টিনা। শেষ আটে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে তারা সেমিতে পা রাখে।

অন্যদিকে, ঘরের মাঠের ইভেন্টের শুরুতে নেইমাররা ছিলেন একেবারেই বিবর্ণ! প্রথম দুই ম্যাচেই পুঁচকে দক্ষিণ কোরিয়া ও ইরাকের সঙ্গে ড্রয়ের হতাশায় ডোবে পেলের উত্তরসূরিরা। আসর থেকেই স্বাগতিকদের বাদ পড়ার শঙ্কা জেগেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই স্বরূপে ফিরে নকআউট পর্ব নিশ্চিত করেন নেইমাররা।

শেষ চারে কলম্বিয়াকে ২-০ গোলে হারানোর পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই হন্ডরাসকে মোকাবেলা করবে ব্রাজিল। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে দু’দল মুখোমুখি হয়েছিল। কোয়ার্টারের ম্যাচটিতে ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছিল সেলেকাওরা। কিন্তু ফাইনালে মেক্সিকোর কাছে হেরে তাদের অধরা গোল্ড মেডেল অধরাই থেকে যায়। এবার স্বাগতিক হিসেবে ব্রাজিলের সামনে আক্ষেপ ঘোঁচানোর সবচেয়ে বড় সুযোগই দেখছেন ফুটবলবোদ্ধারা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।