ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সন্তুষ্ট-অসন্তুষ্ট দু’ কোচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
সন্তুষ্ট-অসন্তুষ্ট দু’ কোচ ছবি:অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: আবারো পয়েন্ট ভাগাভাগির একটি ম্যাচ দেখলো ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের দর্শকরা। ঢাকা আবাহনী এদিন ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।

 

এক পয়েন্ট নিয়েই নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের কোচ বাল গোপাল। আর অসন্তুষ্টির কথা বলেছেন আবাহনী ক্রীড়া চক্রের ভারপ্রাপ্ত কোচ অমলেশ সেন।

 

বুধবার (১৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন কথা জানান দু’ কোচ।

ব্রাদার্স ইউনিয়নের কোচ বাল গোপাল বলেন, এক পয়েন্ট পেয়ে আমি খুশি। দ্বিতীয়ার্ধে আমাদের ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে। এজন্য আমাদের উপর বাড়তি চাপ ছিল। এ কারণে লিড নিয়েও আমরা জিততে পারিনি। মান্নাফ রাব্বীর লাল কার্ড ম্যাচের রং বদলে দিয়েছে বলেও জানান তিনি।

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এদিন ডাগআউটে দেখা যায়নি আবাহনীর বিদেশী কোচ জর্জ কোটানকে। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন অমলেশ সেন। সংবাদ সম্মেলনে তিনি মুখর ছিলেন রেফারীর সমালোচনায়।

তিনি বলেন, প্রথমার্ধে আমাদের প্লেয়ার সানডে ও লি টাককে ডি বক্সে ফাউল করা হলেও রেফারি পেনাল্টি দেয়নি। অথচ আমাদের বিপক্ষে তারা বিতর্কিত পেনাল্টি দিয়েছে। পরবর্তী ম্যাচগুলোতেও রেফারীর এমন ভূমিকা অব্যাহত থাকলে বড় ধরণের অঘটন ঘটতে পারে।

এক পয়েন্ট পেয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে অমলেশ সেন বলেন, ফরোয়ার্ডরা সহজ সুযোগ নষ্ট করেছে। ফলে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে।

বাংলাদেশ সময় ২০২৮ ঘন্টা, আগষ্ট ১৭, ২০১৬

এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।