ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার প্রেস বক্সে বহিরাগতদের দাপট!

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এবার প্রেস বক্সে বহিরাগতদের দাপট! ছবি:অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্বে প্রেস বক্স নিয়ে সমালোচনার অন্ত ছিল না স্থানীয় মিডিয়া কর্মীদের মাঝে। মাত্র একটি টেবিল বরাদ্দ দেয়া হয়েছিল বিপিএল কভার করতে ঢাকা থেকে আসা মিডিয়া কর্মীদের জন্য।

 

 
সেখানে ছিল জনা দশেক চেয়ার। কিন্তু এরচেয়েও বেশি পরিমাণ কার্ড ইস্যু করা হয় সংবাদকর্মীদের জন্য। চেয়ার না পেয়ে দু’পায়ে ভর করেই দাঁড়িয়ে প্রতিটি ম্যাচই কভার করতে হয় তাদের।

 

আর শেষদিনে এ প্রেস বক্সে রীতিমতো হানা দেয় বহিরাগতরা। এদিন তাদের দাপটে টিকতেই পারছিলেন না সংবাদকর্মীরা। এ ক’দিন অ্যাক্রিডিটেশন কার্ড চেক করে সংবাদকর্মীদের প্রেস বক্সে ঢুকানো হলেও শেষ দিন বুধবার (১৭ আগস্ট) বিকেলে ছিল না কোন নিয়ম-কানুনের বালাই।

বিকেলের নাস্তা শেষে এ দৃশ্য দেখে দ্রুত সেখান থেকে সটকে পড়েন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া এহসান আহম্মেদ অমিত।

বহিরাগতরা এদিন তার চোখের সামনেই সংবাদকর্মীদের চেয়ার ও স্থান দখল করে বসলেও তিনি সেজেছিলেন নীরব দর্শক! ফলে সীমাহীন ভোগান্তি নিয়েও শেষ ম্যাচ কভার করতে হয়েছে দায়িত্বশীল মিডিয়ার সংবাদকর্মীদের।

স্থানীয় সংবাদকর্মীরা জানান, গত ৪ আগস্ট দুপুরে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাকিম বিল্লাহ ফারুকি’র উপস্থিতিতে বিপিএল কভার জন্য সংবাদকর্মীদের কাছে ছবি, ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত মেইল করতে বলেছিলেন এহসান অমিত।

সেই মোতাবেক তার ইমেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাঠালেও অনেক গুরুত্বপূর্ণ, জনপ্রিয় ও দায়িত্বশীল মিডিয়া কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করেননি তিনি।

এর ফলে অনেক গুরুত্বপূর্ণ মিডিয়ার সংবাদকর্মীরা অঘোষিতভাবেই বিপিএল বর্জন করেন।

শেষ দিনে সংবাদকর্মীদের প্রেস বক্সে বহিরাগতদের দাপটের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বাফুফের এ হেড অব মিডিয়া।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘন্টা, আগষ্ট ১৭, ২০১৬

এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।