ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

নেইমার-গ্যাব্রিয়েলের গোলে প্রথমার্ধে এগিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
নেইমার-গ্যাব্রিয়েলের গোলে প্রথমার্ধে এগিয়ে ব্রাজিল ছবি: সংগৃহীত

ঢাকা: অলিম্পিকের অধরা স্বর্ণ জেতার মিশনে প্রথম সেমিফাইনালের ম্যাচে নেইমারের ব্রাজিল এগিয়ে ৩-০ গোলে। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে।

ফাইনালে ওঠার লড়াইয়ে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমেছেন নেইমার-গ্যাব্রিয়েলরা।

ঘরের মাটিতে অধরা স্বর্ণ জয়ের মিশনে শুরুর হতাশাজনক পারফরম্যান্স ভুলে এখন বেশ পরিণত সেলেকাওরা। বুধবার (১৭ আগস্ট) রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে ফেভারিট হিসেবেই নেমেছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হয় ম্যাচটি।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হন্ডুরাসকে খেলা ‍শুরু হতেই ধাক্কা থেকে হয়। ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় ব্রাজিল। সেলেকাও দলপতি নেইমারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রজারিও মিকেলের শিষ্যরা।

খেলার ১৩তম মিনিটের মাথায় হন্ডুরাসের ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক পায় ব্রাজিল। তবে, সেখান থেকে কোনো সুযোগ হয়নি গোলের। ২৬ মিনিটের মাথায় লুয়ানের অ্যাসিস্ট থেকে ব্রাজিলের লিড দ্বিগুন করেন গ্যাব্রিয়েল। ৩৫ মিনিটের মাথায় দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন সেই গ্যাব্রিয়েলই। এবারে গোল করতে বলের যোগানদাতা হিসেবে ছিনে নেইমার।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

ঘরের মাঠের ইভেন্টের শুরুতে নেইমাররা ছিলেন একেবারেই বিবর্ণ! প্রথম দুই ম্যাচেই পুঁচকে দক্ষিণ কোরিয়া ও ইরাকের সঙ্গে ড্রয়ের হতাশায় ডোবে পেলের উত্তরসূরিরা। আসর থেকেই স্বাগতিকদের বাদ পড়ার শঙ্কা জেগেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই স্বরূপে ফিরে নকআউট পর্ব নিশ্চিত করেন নেইমাররা।

শেষ চারে কলম্বিয়াকে ২-০ গোলে হারানোর পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই হন্ডুরাসকে মোকাবেলা করছে ব্রাজিল। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে দু’দল মুখোমুখি হয়েছিল। কোয়ার্টারের ম্যাচটিতে ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছিল সেলেকাওরা। কিন্তু ফাইনালে মেক্সিকোর কাছে হেরে তাদের অধরা গোল্ড মেডেল অধরাই থেকে যায়। এবার স্বাগতিক হিসেবে ব্রাজিলের সামনে আক্ষেপ ঘোঁচানোর সবচেয়ে বড় সুযোগই দেখছেন ফুটবলবোদ্ধারা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।