ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে চমকে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রামের দলটিকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১৯ আগস্ট) দিনের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের হয়ে গোল দুটি করেন মেহবুব হাসান এবং সিও জুনাপিও।
এবারের লিগে অংশ নেওয়া বড় বাজেটের দলগুলোকে কোনো সুযোগ না দিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ দল মুক্তিযোদ্ধা সংসদের পাশে বসেছে রহমতগঞ্জ। গোল ব্যবধানে এগিয়ে মুক্তিযোদ্ধা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে লিড নেয় রহমতগঞ্জ। মেহবুব হাসান নয়ন দলকে এগিয়ে নেন। সতীর্থের কর্নারে নিখুঁত হেড করে রহমতগঞ্জকে গোল পাইয়ে দেন নয়ন। প্রতি আক্রমণে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে কোচ ইউসেফ পাভলিকের শিষ্যরা। তবে, প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বন্দর নগরীর দলটিকে।
বিরতির পর ৭৪তম মিনিটে লিওনেল সেইন্ট প্রিয়াক্সের শট পোস্টে লেগে প্রতিহত হলে চট্টগ্রাম আবাহনীর হতাশা বাড়ে। এদিকে, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রায় ফাঁকা চট্টগ্রাম আবাহনী রক্ষণের সামনে দলের দ্বিতীয় গোলটি আদায় করে নিতে কষ্ট হয়নি সিও জুনাপিওর। পাঁচ গোল নিয়ে বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতা রহমতগঞ্জের এই ফরোয়ার্ড।
৬ ম্যাচ খেলে তিন জয় আর তিন ড্রতে রহমতগঞ্জের অর্জন ১২ পয়েন্ট। অপরদিকে, ১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে মামুনুলদের চট্টগ্রাম আবাহনী।
শুক্রবার প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ফেনী সকার।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এমআরপি