ঢাকা: বার্সা ছেড়ে চলে যেতে পারেন মুনির আল হাদ্দাদি! কাতালানদের তরুণ এই তারকার এজেন্ট ফ্রান্সেস ভালদিভিয়েসো এমনটি জানিয়েছেন। দলবদলের শেষ মুহূর্তে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ছেড়ে অন্যত্র চুক্তি করতে পারেন মুনির-এমনটিও জানান তিনি।
২০১০-১১ মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদে খেলা ২০ বছর বয়সী মুনির এরপর বার্সায় নাম লেখান। মেসি-নেইমার-সুয়ারেজদের সঙ্গে তাল মিলিয়ে কাতালানদের চতুর্থ ফরোয়ার্ড হিসেবে খেলছিলেন তিনি। তার এজেন্ট জানান, ‘বার্সা আমাদের জানিয়েছে খুব শিগগিরই তারা ক্লাবে নতুন একজন ফরোয়ার্ড টানতে যাচ্ছে। তাতে করে মুনিরকে নতুন মৌসুমে হয়তো বসেই থাকতে হবে। স্পোর্টিং ক্যারিয়ার গড়তে তার সুযোগ কমে যাবে। ’
তার এজেন্ট আরও যোগ করেন, ‘মুনির আপাতত বার্সাতেই খুশি। সে ক্লাব ছেড়ে যাওয়ার মতো সিদ্ধান্ত এখনও নেয়নি। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে নিয়েও সে শঙ্কিত না। কিন্তু, এরপরও আমি তার বার্সায় থাকার ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না। হয়তো সেপ্টেম্বরের ০১ তারিখ থেকেই সে আর বার্সার ফুটবলার থাকবে না। ’
বার্সার হয়ে গত তিন মৌসুমে ৪৩ ম্যাচ খেলা মুনির প্রসঙ্গে তার এজেন্ট আরও যোগ করেন, ‘তার হাতে অনেক অপশন রয়েছে। ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে পেতে চাইছে। যারা এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। মুনির সাহসী, তাই তার সিদ্ধান্ত সাহসীই হবে। দলবদলের শেষ দিন পর্যন্ত আমরা তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো। আর সঠিক সিদ্ধান্ত নেওয়া মুনিরের জন্য আত্মবিশ্বাসের মতো কাজ করবে। ’
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি