ঢাকা: অবশেষে সেইন্টফিটকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তার সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেনি বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।
শনিবার (২০ আগস্ট) বিকেলে বাফুফে কার্যনির্বাহীর এক সভাশেষে এই ঘোষণা দেয়া হয়। সেইন্টফিটের সাথে সাথে এদিন টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে পল স্মলিকে নিয়োগের বিষয়টি নীতিগতভাবে চুড়ান্ত করেছে বাফুফে নির্বাহী কমিটি।
গুঞ্জনটি শোনা যাচ্ছিলো ফেডারেশন কাপ থেকেই যে টম সেইন্টফিটই হচ্ছেন লাল-সবুজের জাতীয় ফুটবল দলের কোচ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। তবে স্থায়ী নয়, আসছে ৬ সেপ্টেম্বর ভূটানের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ ‘প্লে অফ-২’র হোম ও ১১ অক্টোবর অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে অর্থাৎ স্বল্প মেয়াদের জন্য মামুনুল ইসলামদের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সেইন্টফিট।
দু’এক দিনের মধ্যেই সেইন্টফিটের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে বাফুফে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস