ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

অনুশীলন ক্যাম্পে যোগ দেননি ৬ ফুটবলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
অনুশীলন ক্যাম্পে যোগ দেননি ৬ ফুটবলার ছবি: সংগৃহীত

ঢাকা: ৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর ভুটানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফ-২ এর ম্যাচকে সামনে রেখে রোববার (২১ আগস্ট) থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের নয় দিনের অনুশীলন ক্যাম্প।

আর এই ক্যাম্পে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩৩ জনের মধ্যে মোট ২৭ প্লেয়ারের যোগ দেয়ার কথা জানিয়েছেন খন্ডকালীন কোচ টম সেইন্টফিট, ‘৩৩ জনের মধ্যে ৬ ফুটবলার শেখ রাসেলের হয়ে ভুটানে কিংস কাপে অংশ নেয়ায় আজ (২১ আগস্ট) যোগ দিতে পারছে না।

কিংস কাপ শেষ করে এসে তারা দলের সাথে যোগ দেবে বলে আশা করছি। ’
 
রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাধানীর একটি হোটেলে ছিল মামুনুলদের রিপোর্টিং। নির্ধারিত সময়েই খেলোয়াড়রা সশরীরে হাজির হয়ে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করেন।
 
জাতীয় ফুটবল দলের ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: শহিদুল আলম সোহেল, মোঃ নেহাল, মাকসুদুর রহমান মোশতাক ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার: রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মন, ইয়ামিন মুন্না, মামুন মিয়া আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালি ফয়সাল, মনসুর আমিন ও আতিকুর রহমান মিশু।

মিডফিল্ডার: প্রাণতোষ কুমার দাস, জাফর ইকবাল,জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, ইমন মাহমুদ, মোঃ আবদুল্লাহ, সোহেল রানা, সেন্টু চন্দ্র সেন ও এনামুল হক শরিফ।

ফরোয়ার্ড: জুয়েল রানা, রুবেল মিয়া, রুমন হোসেন, নাবিব নেওয়াজ জীবন, দিদারুল আলম, মেহেদী হাসান তপু, আমিনুর রহমান সজীব, শাখাওয়াত হোসেন রনি ও মেহবুব হাসান নয়ন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।