ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বেলকে অন্য উচ্চতায় দেখছেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
বেলকে অন্য উচ্চতায় দেখছেন জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে তোলার পর ক্লাব লেভেলেও আন্তর্জাতিক ফর্ম টেনে এনেছেন গ্যারেথ বেল। রিয়াল সোসিয়েদাদের মাঠে রিয়াল মাদ্রিদের জার্সিতে জোড়া গোল উদযাপনে মাতেন তিনি।

লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ৩-০ ব্যবধানের উড়ন্ত জয় পায় গ্যালাকটিকোরা। ২৭ বছর বয়সী ওয়েলস তারকার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধতাই ঝরেছে কোচ জিনেদিন জিদানের কণ্ঠে।


বেলের জন্য এটি গুরুত্বপূর্ণ মৌসুম বলেই দাবি করেন জিদান। ফ্রেঞ্চ কিংবদন্তির বিশ্বাস, ফিটনেস অনুযায়ী তার শিষ্যের এখনো সেরাটা দেওয়া বাকি। রিয়াল কোচের অভিমত, ‘অামি তাকে (বেল) নিয়ে খুশি। শারীরিক ফিটনেসের দিক থেকে সে আরো ভালো করার সামর্থ্য রাখে। কিন্তু, সোসিয়েদাদ ম্যাচে তা প্রদর্শিত হয়নি। তবে তার পারফরম্যান্সে আমি উচ্ছ্বসিত। ’

‘আমি বিশেষ একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু যখন বেল জোড়া গোল করে... এটা তার জন্য গুরুত্বপূর্ণ বছর এবং সে তা দেখিয়ে দিয়েছে। ’-যোগ করেন জিদান।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।