ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

এক টিকিটে দেখা যাবে তিনটি ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এক টিকিটে দেখা যাবে তিনটি ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: স্বাগতিক বাংলাদেশের আয়োজনে এশিয়ার ছয় জাতির অনূর্ধ্ব-১৬ মেয়েদের অংশগ্রহণে ২৭ আগস্ট থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গড়াচ্ছে ‘এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ২০১৭’র ‘সি’ গ্রুপের বাছাই পর্বের খেলা।

বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের বাকি পাঁচটি দেশ হলো ইরান, চায়নিজ তাইপে, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও সিঙ্গাপুর।

এই ছয় দেশের ভেতর থেকে শীর্ষস্থানধারী একটি দল ২০১৭ সালে কাতারে এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করবে।

২৭ আগস্ট দিনের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইরানের মোকাবেলা করবে বাংলাদেশ। কৃষ্ণাদের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, সিঙ্গাপুরের বিপক্ষে একই ভেন্যু ও একই সময়ে। ৩১ আগস্ট তৃতীয় ম্যাচেও একই সময় ও ভেন্যুতে লাল-সবুজের প্রমীলাদের প্রতিপক্ষ কিরগিজস্তান। আর চতুর্থ ম্যাচটি ৩ সেপ্টেম্বর, চায়না তাইপের বিপক্ষে। পঞ্চম ও শেষটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর দুপুর ১১টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

একটি টিকিট কিনলেই দিনের তিনটি ম্যাচ মাঠে বসে দেখা যাবে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ও ১০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।