ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিউই গোলরক্ষক কোচ পাচ্ছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
কিউই গোলরক্ষক কোচ পাচ্ছে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় দলের জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান সুইচলার চলে যাবার পর থেকেই নতুন কোচের সন্ধানে নেমিছিল বাফুফে। সেই কাঙ্খিত কোচ পেয়েও গেছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

ব্যক্তিগত কারণে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব আর পালন করতে পারছেন না ক্রিস্টিয়ান। তাই তার জায়গায় জাতীয় দলের গোলরক্ষকদের দায়িত্ব নিতে নিউজিল্যান্ড থেকে উড়ে আসেছেন রায়ান স্যান্ডফোর্ড।

সোমবার (২২ আগস্ট) বিকেলে বাফুফে সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এই তথ্য দেন বাংলাদেশ ফুটলের নবনিযুক্ত খন্ডকালীন কোচ টম সেইন্টফিট।

স্যান্ডফোর্ড সম্পর্কে জানাতে গিয়ে সেইন্টফিট জানান, ‘রায়ান স্যান্ডফোর্ড একজন অভিজ্ঞ কোচ। এর আগে তিনি নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন ও যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন। ’

এদিকে গোলরক্ষক কোচের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনারও পাচ্ছে বাংলাদেশ ফুটবল। আর সেই দায়িত্ব পালন করতে আসছেন দক্ষিণ আফ্রিকার রিডো ভারডিন।

রিডো এর আগে সেইন্টফিটের সাথে টোগো দল এবং বতসোয়ানা জাতীয় ফুটবল দলের হয়ে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।