ঢাকা: আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন বাংলাদেশ ফুটবলের নবনিযুক্ত খন্ডকালীন কোচ টম সেইন্টফিট এবং টেকনিক্যাল ও স্ট্রাটেজিক ডিরেক্টর পল স্মলি। আগামী ০৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে অফ সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় জাতীয় দলের অনুশীলন।
সোমবার (২২ আগস্ট) বিকেলে বাফুফে সম্মেলন কক্ষে বেলজিয়ান সেইন্টফিট ও ইংলিশ স্মলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। জাতীয় দলের জন্য নতুন কোচ টম সেইন্টফিটকে আপাতত দুই মাসের জন্য চুক্তিভুক্ত করে বাফুফে। তবে, ব্রিটিশ ফুটবল বিশেষজ্ঞ স্মলির সঙ্গে দুই বছরের চুক্তি ফেডারেশনের।
আনুষ্ঠানিক চুক্তির পরদিন (মঙ্গলবার, ২৩ আগস্ট) অনুশীলন সেশনে ভুটান ম্যাচের জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে ঘাম ঝরান বেলজিয়ান আর ইংলিশ স্টাফরা।
মঙ্গলবার সকাল আটটায় শুরু হওয়া দুই ঘণ্টার অনুশীলনে রানিং, শুটিং, স্ট্রেচিং করেছেন জাতীয় দলের ফুটবলাররা।
আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার থেকে কাজ শুরু করলেও ভুটানের বিপক্ষে দুই ম্যাচকে সামনে রেখে টম সেইন্টফিটের অধীনে রোববার (২২ আগস্ট) থেকেই শুরু হয় জাতীয় দলের ৯ দিনের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্প শেষে ৩০ আগস্ট একটি প্রস্ততি ম্যাচ খেলতে মালদ্বীপ যাবে মামুনুলরা। এরপর ০৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ভুটানের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এমআরপি