ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

একশো ‘আহাম্মক’কে পাত্তা দিও না: মেসিকে কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
একশো ‘আহাম্মক’কে পাত্তা দিও না: মেসিকে কোচ

ঢাকা: অভিমান ভেঙে আবারো জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলের ‍খুদে জাদুকর লিওনেল মেসি। মেসি অবসরের সিদ্ধান্ত জানানোর পর থেকে যারা তার সমালোচনা করতে থাকেন, তাদের ‘আহাম্মক’ বলে জানালেন মেসিকে পুনরায় জাতীয় দলে ফিরিয়ে আনার কারিগর আর্জেন্টিনার নতুন কোচ এদগারদো বাউজা।

মেসিকে সেসব ‘আহাম্মক’ সমালোচকদের পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন আর্জেন্টিনার এই নতুন কোচ।

জেরার্ডো টাটা মার্টিনোর পর আর্জেন্টিনার দায়িত্ব নেন বাউজা। দায়িত্ব নেওয়ার সময়ই তিনি জানিয়েছিলেন, ২৯ বছর বয়সী মেসির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলবেন। মেসির ক্লাব বার্সেলোনায় গিয়ে দেখাও করেন বাউজা।

মেসির সঙ্গে সেই সাক্ষাতের বিষয়ে আর্জেন্টিনার লা নাসিওন পত্রিকাকে বাউজা জানান, ‘আমি মেসির সঙ্গে শুধু ফুটবল নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তাকে রাজি করাতে আমি যাইনি। ফুটবল নিয়ে আমরা প্রায় দুই ঘণ্টা কথা বলেছি। আর স্বাভাবিকভাবেই তা থেকে বেরিয়ে আসে যে সে হয়তো জাতীয় দলের তালিকায় আবারো ফিরবে। ’

নতুন কোচের সঙ্গে আলোচনার পর জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন মেসি।

বাউজা আরও জানান, ‘আমি মেসিকে বলেছি যে আর্জেন্টিনায় শতভাগ আহাম্মক ধরনের কিছু লোক আছে, যারা শুধু বেশি কথা বলে আর সমালোচনা করে। তাকে আরও বলেছি আর্জেন্টিনার মানুষ তোমার কাছ থেকে বেশি বেশি চায়। কিন্তু, তুমি যদি সেইসব একশো আহাম্মকের সমালোচনা শোনো, তুমি পাগল হয়ে যাবে। এরপরই মেসির জাতীয় দলের হয়ে পুনরায় খেলার কথা আসে। আর এটাই স্বাভাবিক। আমিও বিষয়টি স্বাভাবিক ভাবেই নিয়েছি। ’

আর্জেন্টাইন এই কোচ যোগ করেন, ‘বিশ্বের সেরা দলটিও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে, তারা ম্যাচ জিতবেই। কিন্তু, প্রতিপক্ষকে আপনি গ্যারান্টি দিয়ে সতর্ক করে দেওয়ার সামর্থ্য রাখবেন। মেসিকে নিয়ে আমাদের সেরাটা বের করে আনতে হবে। আর এটা খুবই বিস্ময়কর যে, সে দুই কিংবা তিনটি পজিশনে তাকে খেলানো যায়। এটা নিয়েও অনেক কথা হয়েছে। দেখাই যাক এবার কি হয়। এটা পুরো দলের উপর নির্ভর করবে। ’

মেসি প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ সবশেষ জানান, ‘সে দারুণ চাপের মধ্যে খেলে। স্বাভাবিকভাবেই এটা সে জানে। আমরা সকলেই জানি যখন বল তার পায়ে যায়, তখন ভিন্ন কিছু ঘটে। সর্বোপরি আমরা দলকে সাহায্য করতে চাই। ’

বিশ্বকাপের বাছাইপর্বে মেসি বাহিনীকে নামতে হবে উরুগুয়ে আর ভেনেজুয়েলার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।