ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোকে ছাপিয়ে নিজেকেই সেরা বলছেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
রোনালদোকে ছাপিয়ে নিজেকেই সেরা বলছেন গ্রিজম্যান ছবি: সংগৃহীত

ঢাকা: কে হবেন ইউরোপের সেরা খেলোয়াড়? রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ আর পর্তুগালের জার্সিতে ইউরো জয়ে পরিষ্কার ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোর রানার্সআপ ফ্রান্সের গোল্ডেন বুটজয়ী অ্যান্তোনি গ্রিজম্যানও এগিয়ে থাকবেন।

সে যাই হোক, রোনালদোকে ছাপিয়ে নিজেকেই মর্যাদাপূর্ণ এ পুরস্কারের যোগ্য বলে দাবি করছেন গ্রিজম্যান।

বৃস্পতিবার (২৫ আগস্ট) মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ২০১৬-১৭ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীর হাতে ‘উয়েফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে। তিনজনের চূড়ান্ত তালিকার বাকি সদস্য ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে নিয়ে যাওয়া রোনালদোর ক্লাব সতীর্থ গ্যারেথ বেল।

ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদো ও গ্রিজম্যানের অর্জন চোখে পড়ার মতোই। সাত গোল করে অ্যাতলেতিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে বড় অবদান রাখেন গ্রিজম্যান। কিন্তু শেষ পর্যন্ত সাফল্যের মুকুটটা ওঠে রোনালদোর হাতে। আন্তর্জাতিক পর্যায়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরেও বিজয়োল্লাসে মাতেন পর্তুগিজ আইকন। তাই ফুটবল বোদ্ধারের চোখে, ২০১৩-১৪ মৌসুমের পর এবারও সেরার আসনটা সিআর সেভেনই পাচ্ছেন!

যদিও গ্রিজম্যানের বিশ্বাস, ব্যক্তিগত অর্জনের স্বীকৃতিটা তারই প্রাপ্য, ‘ফাইনালিস্ট হতে পেরে আমি গর্বিত। এর মানে দাঁড়ায়, আমি সঠিক পথেই রয়েছি এবং এভাবেই ‍চলতে চাই। অহংকারসুলভ কথা বলতে চাই না, কিন্তু এই অ্যাওয়ার্ডটা আমার প্রাপ্য কারণ, ক্লাব ও জাতীয় দলের হয়ে আমি চমৎকার মৌসুম পার করেছি। ’

‘এটা অবিস্মরণীয় মৌসুম হয়ে থাকবে। প্রথমে অ্যাতলেতিকোর হয়ে চ্যাম্পিয়নস লিগ, পরে ফ্রান্সের হয়ে ইউরো। দুর্ভাগ্যজনকভাবে, আমরা একটা ট্রফ্রি জিততে পারিনি এবং এটা আমাদের জন্য একটা আঘাত, সমর্থকদেও জন্যও। ’-যোগ করেন গ্রিজম্যান।

২০১১ সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ইউরোপিয়ান ফুটবল ক্লাবে দুর্দান্ত পারফরমারের হাতে ওঠে সেরা খেলোয়াড়ের ট্রফি। ২০১৬ ইউরোর কারণে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় যোগ হয়েছে বাড়তি মাত্রা। সর্বোচ্চ দু’বার ইউরোপ সেরা হওয়া বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি এবার তিনজনের চূড়ান্ত তালিকায় জায়গা পাননি। রোনালদোর সামনে এবার মেসির পাশে নাম লেখানোর হাতছানি!

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।