ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র ছবি:সংগৃহীত

ঢাকা: ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এই শিরোপা যে দল জেতে তারাই ইউরোপে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করে।

এরই লক্ষে বৃহস্পতিবার (২৫ আগস্ট) মোনাকোতে ২০১৬-১৭ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।

ড্রয়ের আগে গ্রুপ পর্বের দলগুলোকে চারটি ‘পট’এ ভাগ করা হয়েছে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস রিয়াল মাদ্রিদ থাকবে ১ নম্বর পটে। একই পটে ইউরোপের সেরা সাতটি দেশের ক্লাব থাকবে। দেশগুলো হলো, স্পেন, জার্মানি, ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল, ফ্রান্স ও রাশিয়া।

ফলে গ্রুপ পর্বে জিনেদিন জিদানের অধীনে রিয়ালকে লড়তে হবে না, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিচেস্টার সিটি, জুভেন্টাস, বেনফিকা, প্যারিস সেন্ট জার্মেই ও সিএসকেএ মস্কোর বিপক্ষে। বাকি তিনটি পট উয়েফা ক্লাব অফিসিয়ান্টদের সিদ্ধান্তে তৈরি হবে। যদিও ইতোমধ্যে জানা যায় দ্বিতীয় পটে থাকছে গতবারের রানারআপ অ্যাতলেটিকো মাদ্রিদ, বুরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, সেভিয়া, নাপোলি, বায়ার লেভারকুসেন ও পোর্তো।

এদিকে বাসেল ২ অথবা ৩ নম্বর পটে যেতে পারে। তেমনি সেল্টিক ৩ অথবা ৪ নম্বর পটে যেতে পারে। যেখানে তৃতীয় পটের দলগুলো হলো, টটেনহাম হটস্পার, ডায়নামো কিয়েভ, লিওন, পিএসভি, স্পোর্টিং সিপি, ও ক্লাব ব্রাগা। অন্যদিকে চতুর্থ পটে থাকছে বেসিকতাস, মোনাকো, লেজিয়া ওয়ারশো ও  লুদোগোরেটস।

চ্যাম্পিয়নস লিগে ড্রয়ের একই দিনে পুরস্কৃত করা হবে ২০১৫-১৬ সালে ইউরোপের সেরা ফুটবলারকে। যেখানে প্রাথমিক তালিকায় জায়াগা পেয়েছেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল এবং অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৬-১৭ পট:

পট ১: রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, বেনফিকা, প্যারিস সেন্ট জার্মেই, সিএসকেএ মস্কো।
পট ২: অ্যাতলেটিকো মাদ্রিদ, বুরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, সেভিয়া, নাপোলি, বায়ার লেভারকুসেন,  পোর্তো ও বাছাই থেকে উঠে একটি আসা দল।
পট ২/৩: বাসেল।
পট ৩: টটেনহাম হটস্পার, ডায়নামো কিয়েভ, লিওন, পিএসভি, স্পোর্টিং সিপি, ক্লাব ব্রাগা ও বাছাই থেকে উঠে আসা দুটি ক্লাব।  
পট ৩/৪: সেল্টিক।
পট ৪: বেসিকতাস, মোনাকো, লেজিয়া ওয়ারশো, লুদোগোরেটস ও বাছাই থেকে উঠে আসা চারটি ক্লাব।

ম্যাচের দিন:

এক: সেপ্টেম্বর ১৩ ও ১৪
দুই: সেপ্টেম্বর ২৭ ও ২৮
তিন: অক্টোবর ১৮ ও ১৯
চার: নভেম্বর ১ ও ২
পাঁচ: নভেম্বর ২২ ও ২৩
ছয়: ডিসেম্বর ৬ ও ৭

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।