ঢাকা: ইউরো ২০১৬’র ফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে পর্তুগাল। তবে টুর্নামেন্টে সেরা ফুটবলারের পুরস্কার ওঠে ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যানের হাতে।
ইউরোর পুরো আসরে দুর্দান্ত খেলেন গ্রিজম্যান। সর্বোচ্চ ছয়টি গোল করে আসরের গোল্ডেন বুটের পুরস্কারও পান তিনি। কিন্তু জয়ী দলের হয়ে অসাধারণ খেলা পেপেই সেরা ফুটবলার হওয়ার দাবীদার ছিলেন বলে বিশ্বাস করেন পর্তুগিজ অধিনায়ক।
রোনালদো জানান, ‘আমার মতে, এ বছরটি দুর্দান্ত কাটিয়েছে পেপে। হয়তো এটাই ছিল তার সেরা মৌসুম। নিঃসন্দেহে পর্তুগাল ও চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ছিল সে। ’
তিনি আরও বলেন, ‘ইউরোর একাদশে তাকে নেয়ায় আমি খুবই খুশি। তবে আমার বিশ্বাস টুর্নামেন্টের সেরা ফুটবলার ছিল পেপে। ’
এদিকে ক্লাব সতীর্থ রোনালদোর সঙ্গে ইউরোপ সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনজনের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ওয়েলস স্ট্রাইকার গ্যারেথ বেল। সঙ্গে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা অ্যান্তোনি গ্রিজম্যান। আজই (বৃহস্পতিবার, ২৫ আগস্ট) ঘোষিত হবে কে হচ্ছেন সেরা?
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৬
এমএমএস