ঢাকা: উয়েফার ২০১৫-১৬ মৌসুমের সেরা গোলের পুরস্কার জিতেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি। উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনে জায়গা না পাওয়া মেসির হাতেই উঠলো গত মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতার সেরা গোলের পুরস্কার।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত বছরের নভেম্বরে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে সে ম্যাচে দলের হয়ে অসাধারণ গোলটি করেছিলেন মেসি। রোমার গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়েছিলেন তিনি।
নেইমার ও সুয়ারেজের সঙ্গে বল দেয়া-নেয়া করে রোমার ডি-বক্সের ভেতর ঢুকে দর্শনীয় এক ফ্লিকে বল জালে পাঠান আর্জেন্টাইন সুপারস্টার। আর দৃষ্টিনন্দন সেই গোলের জন্য সেরা গোলের পুরস্কার উঠলো আর্জেন্টিনার অধিনায়কের হাতে।
উয়েফার বর্ষসেরা গোল নির্বাচনে ভোটাভুটিতে অংশ নেন ফুটবলভক্তরা। সর্বোচ্চ ৩৪ শতাংশ ভোট পেয়ে মেসি এই পুরস্কার জেতেন। ফুটসাল ইউরোতে দুর্দান্ত এক গোল করা পর্তুগালের রিকার্ডিনহো দ্বিতীয় সর্বোচ্চ ১৩ শতাংশ ভোট পান। ২০১৬ ইউরোতে পোল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক বাইসাইকেল কিক থেকে করা সুইজারল্যান্ডের জেরদান শাকিরির গোলটি তৃতীয় স্থান পায়।
মেসির দর্শনীয় সেই গোলের ভিডিও:
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি